১২ বছর পর দেখা, বালিকা অবস্থায় তাঁকে উদ্ধার করা সেনাকর্মীকে বড় হয়ে বিয়ে করলেন তরুণী
তাঁর যখন মাত্র ১০ বছর বয়স তখন তাঁকে ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করেছিলেন এক সেনাকর্মী। বড় হয়ে তাঁকে বিয়ে করলেন তরুণী। রেস্তোরাঁয় খেতে গিয়ে ফের হল দেখা।
২০০৮ সালে এক ভূমিকম্পে তাঁদের বাড়ি ভেঙে পড়ে। ধ্বসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের তলায় তিনি আটকে পড়েন। তখন অবশ্য তিনি বালিকা। মাত্র ১০ বছর বয়স। উদ্ধারকাজ শুরু হলে সেখানে হাজির হন এক সেনাকর্মী।
২২ বছর বয়সী সেই যুবক তাঁকে দীর্ঘসময়ের চেষ্টায় ওই ধ্বংসস্তূপের তলা থেকে বার করে আনেন। তারপর তাঁকে হাসপাতালে পাঠান। এরপর আর ওই সেনাকর্মীর সঙ্গে তাঁর দেখা হয়নি।
এরপর কেটে যায় ১২ বছর। ২০২০ সালে সেই ১০ বছরের বালিকা ২২ বছরের তরুণী। তিনি গিয়েছিলেন একটি রেস্তোরাঁয় খেতে। সেখানেই পাশের টেবিলে ওই সেনাকর্মীকে দেখতে পান তিনি।
যদিও ওই সেনাকর্মীর চেহারা, মুখ কিছুই ভাল করে মনে ছিলনা। খুব একটা হালকা অবয়ব স্মৃতিতে ছিল। ওই তরুণী তখন সোজা গিয়ে ওই যুবককে তাঁর পরিচয় দেন। ওই যুবক স্বীকার করেন চিনের ওয়েনচুয়াং ভূমিকম্পের পর উদ্ধারকাজে তিনি গিয়েছিলেন।
এক বালিকাকে তিনি উদ্ধারও করেছিলেন। কিন্তু সেই বালিকার মুখের সঙ্গে তরুণীর মুখের মিল প্রায় নেই। বয়সের সঙ্গে বদলে গেছে মুখ। তবে সেদিন ২ জনের আলাপটা হয়ে যায়।
এরপর সোশ্যাল মিডিয়ায় ওই চিনা তরুণী ও চিনা সেনাকর্মী যুবকের প্রাত্যহিক কথাবার্তা চলতে থাকে। ২ জনেই একে অপরের প্রতি টান অনুভব করতে থাকেন। প্রেম গভীর হয়।
এরপর একদিন তরুণী সরাসরি তাঁর ভালবাসার কথা জানিয়ে দেন। এই ভালবাসা অবশেষে বিয়েতে গড়ায়। চিনের হুনান প্রদেশের চাংশায় একটি গণবিবাহের আসরে এই প্রেমকাহিনি নিয়ে কথা হওয়ার পর সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।













