World

পিঠে খুব ব্যথা, ব্যথা কমাতে ৮ খানা জ্যান্ত ব্যাঙ খেয়ে নিলেন বৃদ্ধা

পিঠের ব্যথাটা বেশ কষ্ট দিচ্ছিল। ব্যথা কমানো দরকার। সেজন্য চিকিৎসকের পরামর্শের পথে না হেঁটে বরং ৮টা জ্যান্ত ব্যাঙ ধরে খেয়ে নিলেন এক বৃদ্ধা।

বেশ কিছুদিন ধরেই তাঁর পিঠের তলার দিকে একটা ব্যথা ক্রমশ চাড়া দিচ্ছিল। ক্রমে বাড়ছিল ব্যথাটা। বেশ অসহ্য হয়ে ওঠায় ৮২ বছরের ওই বৃদ্ধা ব্যথা উপশমের রাস্তা খুঁজতে থাকেন।

সহজ রাস্তা ছিল চিকিৎসকের পরামর্শ নেওয়া। কিন্তু তিনি সে পথে হাঁটেননি। বরং কেউ তাঁকে কখনও পরামর্শ দিয়েছিল যে ব্যাঙ খেয়ে নিলে ব্যথা কমে যেতে পারে।

এমন রূপকথার আজগুবি তত্ত্ব শুনে অধিকাংশ মানুষ যেখানে হেসেও ফেলতে পারেন, সেখানে ওই বৃদ্ধা কিন্তু বাড়ির লোকজনকে ডেকে বলেন তাঁকে যেন তাঁরা কয়েকটা ব্যাঙ ধরে দেন।

বৃদ্ধার নির্দেশে পরিবারের কয়েকজন আশপাশ থেকে ৮ খানা ব্যাঙ ধরে আনেন। সবই জ্যান্ত। বৃদ্ধা সেগুলি হাতে পেয়ে টপটপ করে মুখে ফেলে দেন। তারপর জ্যান্ত ৮টা ব্যাঙ খেয়ে ফেলেন। খুব আশা ছিল এবার ব্যথাটা কমে যাবে। কিন্তু ফল হয় উল্টো।

তাঁর ব্যথা কমা দূরে থাক, পুরো পেট জুড়ে এবার যন্ত্রণা শুরু হয়। অবশ হয়ে আসে কোমর। প্রবল পেটের যন্ত্রণা নিয়ে অবশেষে বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা দেখেন বৃদ্ধার পাকস্থলী ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্যান্ত ব্যাঙ তাঁর শরীরের অন্য যন্ত্রগুলির ওপরও বিরূপ প্রভাব ফেলতে শুরু করেছে। তবে চিকিৎসকেরা হাল ছাড়েননি। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় এ যাত্রায় প্রাণে রক্ষা পান ওই বৃদ্ধা।

প্রায় ২ সপ্তাহ পর ছাড়া পেয়ে এখন সুস্থ হয়ে বাড়িতে গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে চিনের হাংঝু শহরে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পর অনেক সংবাদমাধ্যমই খবরটি প্রকাশ করেছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *