World

বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজ দিয়ে শুরু গাড়ি চলাচল, খাদ, নদীর ওপর হাওয়ায় ভেসে যাতায়াত

বিশ্বে এত উঁচু ব্রিজ আর নেই। ফলে এই ব্রিজটি উদ্বোধন হওয়ার পরই তা বিশ্বের সর্বোচ্চ ব্রিজের তকমা পেয়ে গেল। ২ হাজার ৫১ ফুট উঁচু দিয়ে যাতায়াত কার্যত হাওয়ায় ভাসার শামিল।

বিশ্বের সবচেয়ে উঁচু ব্রিজটির উদ্বোধন হয়ে গেল। যেখান দিয়ে এখন গাড়ি যাতায়াত করছে। মানুষ এ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় তাঁদের মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে যাচ্ছেন। যেন ডানা মেলা পাখি। কারণ নিচে ২ হাজার ৫১ ফুট তলায় জমি। যা কার্যত গভীর গিরিখাত।

সেই খাদের নিচ দিয়ে বয়ে গেছে নদী। আশপাশে ঘন সবুজ জঙ্গল। অতি দুর্গম স্থান বললেও কম বলা হয়। আবার কারও কাছে এক ভয়ানক সুন্দর জায়গা। সেখানেই এবার তৈরি হল বিশ্বের সর্বোচ্চ ব্রিজ।

২ হাজার ৫১ ফুট উচ্চতা সম্পন্ন কোনও ব্রিজ এখন পৃথিবীতে নেই। মাত্র ৩ বছরে এই ব্রিজ তৈরি করতে পেরেছেন ইঞ্জিনিয়াররা। চিনের দক্ষিণভাগে অতি দুর্গম স্থান বলে পরিচিত গুইঝু প্রদেশে এই ব্রিজটি তৈরি হয়েছে।

ব্রিজটিকে ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলেও তকমা দেওয়া হচ্ছে। যেমনটা ভারতের চন্দ্রভাগা নদীর ওপর তৈরি ট্রেন যাতায়াতের ব্রিজটিকে বলা হয়।

চিনের গুইঝু প্রদেশে কিন্তু এমন উঁচু ব্রিজ একটা তৈরি হল এমনটা নয়। এর কাছাকাছি উচ্চতার ব্রিজ আরও রয়েছে। বিশ্বের দ্বিতীয় উচ্চতম ব্রিজটিও এখানেই রয়েছে।

সেই ব্রিজটি উচ্চতায় ১ হাজার ৮৫৩ ফুট। যা সবেমাত্র তার বিশ্বের উচ্চতম ব্রিজের তকমা হারিয়েছে। সবচেয়ে বড় কথা হল বিশ্বের ১০০টি উচ্চতম ব্রিজের তালিকায় চিনের এই প্রদেশেরই ৫০টার মত ব্রিজ রয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *