পেশিবহুল পুরুষদের দিকে তাকিয়ে থাকুন, অসুস্থ মহিলাকে চিকিৎসকের আজব পরামর্শ
রোগ সারাতে চিকিৎসক ওষুধ লিখে দেন। অনেক সময় কিছু ব্যায়ামও দেন। কিন্তু পেশিবহুল পুরুষদের দিকে চেয়ে থাকার পরামর্শ একেবারেই নতুন।

রোগ হলে চিকিৎসকের কাছে হাজির হন সকলে। চিকিৎসক রোগ কি বুঝে তা সারানোর ওষুধ দেন। এটাই চিরাচরিত প্রথা। এভাবেই চিকিৎসা চলছে। এক মহিলাও চিকিৎসকের কাছে হাজির হয়েছিলেন শারীরিক সমস্যা নিয়ে।
তাঁর প্রধান সমস্যা ছিল ২টি। একটি তিনি রক্তাল্পতায় ভুগছিলেন। অন্যটি হল তাঁর স্ফূর্তি ছিল তলানিতে। সারাদিনে এনার্জি কাজ করছিল না। স্ত্রীরোগ।
বিশেষজ্ঞ চিকিৎসক মহিলাকে পরীক্ষা করে ওষুধ দেওয়ার বদলে একটা পরামর্শ দিলেন। তাতেই নাকি তাঁর রোগ সারবে। এমনই মনে করছিলেন ওই চিকিৎসক।
রোগ সারাতে চিকিৎসক মহিলাকে জানান, তিনি যেন হুট হাট করে পুরুষদের প্রেমে না পড়ে যান। সেটা থেকে তাঁকে বিরত থাকতে হবে। মহিলার সমস্যার মূল কারণ তাঁর মানসিক চাপ। সেটা থেকে যদি তিনি নিজেকে বার করে আনতে পারেন তবে তাঁর রোগ সেরে যাবে।
আর সেই মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহিলার উচিত পেশিবহুল পুরুষদের দিকে নিয়মিত তাকিয়ে থাকা। তাতে তাঁর মন ভাল হবে। ভিজুয়াল প্লেজার বা দেখার আনন্দ উপভোগ করতে পারবেন। যা তাঁর মস্তিষ্ক থেকে ক্ষরণ হওয়া ডোপামিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেবে।
এটাই মহিলাকে ক্রমে সুস্থ করে তুলবে বলে মনে করেন ওই চিকিৎসক। চিনের শেনঝেন শহরের একটি হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ এই চিকিৎসকের আজব পরামর্শ সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। খবরটি সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।