World

তাপপ্রবাহে দ্বিগুণ বেড়েছে মৃত্যু সম্ভাবনা, তবে তা গরমে নয়

গরমে হিট স্ট্রোক বা এমন কোনও কারণে যে মৃত্যু সম্ভাবনা দ্বিগুণ হয়েছে তা কিন্তু নয়। তবে মৃত্যু সম্ভাবনা লাফিয়ে দ্বিগুণ হয়েছে তাপপ্রবাহের কারণেই।


গোটা বিশ্বটাই উষ্ণায়নের প্রভাবে কার্যত হাঁসফাঁস করছে। গরম এমন জায়গায় পৌঁছেছে যে বিশ্ব সেই গরম আগে কখনও দেখেনি। বিশ্বের গড় তাপমাত্রাও রেকর্ড ছুঁয়েছে। ইউরোপের মত মহাদেশেও তাপপ্রবাহ চলছে। আর নিরক্ষীয় অঞ্চলে তো গরম মাত্রা ছাড়িয়ে গেছে।


ভারতেও এ বছর তাপপ্রবাহের অস্বাভাবিক দাপট দেখেছেন সাধারণ মানুষ। খোদ পশ্চিমবঙ্গও বাদ যায়নি তার উষ্ণতম ছোঁয়া থেকে।


এই পরিস্থিতিতে একাধারে তাপপ্রবাহ ও অন্যদিকে বাড়তে থাকা দূষণ ক্রমশ মৃত্যু সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। যা সরাসরি তাপপ্রবাহের ফলে গরমে মৃত্যু নয় বা দূষণের কারণে জীবাণুর বাড়বাড়ন্তের কারণে নয়, কিন্তু কারণ এই ২টিই।

তাহলে কি হচ্ছে তাপপ্রবাহ ও দূষণের দাপুটে ইনিংসে? উত্তরে বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই ২ পরিস্থিতি মানুষের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। আর এতটাই বাড়িয়ে দিয়েছে যে তা দ্বিগুণ হয়ে গেছে।


চিনে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ২ লক্ষ ২ হাজার মানুষের। সেই পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের এই সিদ্ধান্তে উপনীত করেছে। এই হার্ট অ্যাটাকে মৃত্যুগুলির সময়কাল পর্যালোচনা করে দেখা গেছে যে এগুলি হয়েছে সেই দিনগুলোয় যে দিনগুলোয় তাপপ্রবাহ মাত্রা ছাড়িয়েছে এবং দূষণ চরম রূপ নিয়েছিল।


ঠিক সেই দিনগুলোতেই হার্ট অ্যাটাকে মৃত্যু চিনে লাফিয়ে বেড়েছে। চিনের সান ইয়াত-সেন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ হল, বাতাসে থাকা বিশেষ সূক্ষ্ম কণা অতিরিক্ত গরম হয়ে সেই গরমের সঙ্গে বিক্রিয়া করে সরাসরি মানুষের হার্টের ওপর প্রভাব ফেলে। আর তা থেকেই হার্ট অ্যাটাক হয় অনেকের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *