World

২ দিন আকাশেই ঝুলে কাটিয়ে দিলেন এক মধ্যবয়সী ব্যক্তি

২ দিন ধরে আকাশে ঝুলে কাটাতে হল তাঁকে। কিছুই করারও ছিলনা। যতক্ষণ না হাওয়া ফুরোলো ততক্ষণ ওভাবেই কাটাতে হল তাঁকে।

পাহাড়ের গায়ে ঘন জঙ্গল। জঙ্গলটা পাইন গাছে ভরা। সেই পাইন গাছের যে ফল হয় তা অনেকটা উঁচুতে হয়। তাই নিচ থেকে গাছের ওপর পৌঁছনো মুশকিল। বরং ওপরেই ঘুরে ঘুরে পাড়তে পারলে ভাল।

সেটা করার জন্য একটি হাইড্রোজেন বেলুনে চড়েছিলেন এক মধ্যবয়সী ব্যক্তি। বেলুনে পাইন গাছের মাথা পর্যন্ত উড়ে তারপর সেই উচ্চতায় বেলুনটিকে নিয়ন্ত্রিত করে পাইনের ফল পাড়ার কাজ চলছিল আকাশপথেই। বেশ এগোচ্ছিল সবকিছু। বিপত্তি হল বেলুন তাঁর নিয়ন্ত্রণের বাইরে যেতে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আচমকাই বেলুনটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে আকাশের আরও ওপরের দিকে চলে যেতে থাকে। এগিয়ে যেতে থাকে সামনের দিকে। ওই ব্যক্তি অনেক চেষ্টা চালান বেলুনকে নিয়ন্ত্রণে এনে সেটিকে নিচে নামানোর। কিন্তু কোনও কাজ হয়নি।

বেলুন অনির্দিষ্ট উদ্দেশে ভেসে যেতে থাকে। আর বেলুনের সঙ্গে ভেসে যেতে থাকেন ওই ব্যক্তিও। তাঁকে মোবাইল ফোনে যোগাযোগ করা গেলেও বেলুন নামানো সম্ভব হয়নি।

এদিকে বেলুন উড়তে থাকে আর দিন গিয়ে বিকেল নামে, তারপর নামে রাত, রাত কেটে ভোর হয়, সকাল হয়। বেলুন উড়তেই থাকে।

এমন করে ২ দিন কেটে যায়। ততক্ষণে চিনের বাসিন্দা হু হেলংজিয়াং প্রদেশ থেকে বেলুনে ভেসে যেতে যেতে ২ দিনে ৩২০ কিলোমিটার পথ পার করে পৌঁছে যান একদম রাশিয়া সীমান্তের কাছে।

অবশেষে বেলুন নিজে থেকেই নিচে নেমে আসে। রক্ষা পান হু। ২ দিন টানা আকাশে কার্যত ঝুলে কাটানোর পর মাটি ছোঁয়ার সুযোগ হয় তাঁর। তবে ২ দিন আকাশে কাটালেও তিনি সুস্থই আছেন। কেবল কোমরে একটু ব্যথা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *