ফের মহাসংগ্রাম, মুখোমুখি ২ বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ও কাসপারভ, কবে কোথায় হবে খেলা
বিশ্বনাথন আনন্দ ও গ্যারি কাসপারভ, দাবা বিশ্বের ২ দিকপাল বিশ্বচ্যাম্পিয়ন ফের মুখোমুখি হতে চলেছেন। বিশ্বজুড়েই সকলে মুখিয়ে আছেন এই বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করতে।

ভারতের বিশ্বনাথন আনন্দ এবং রাশিয়ার গ্যারি কাসপারভ। ২ বিশ্বচ্যাম্পিয়নই দাবা বিশ্বে কিংবদন্তি হিসাবে পরিচিত। ২ জনে মুখোমুখিও হয়েছেন বিভিন্ন সময়ে। এখন তাঁদের ২ জনেরই বয়স হয়েছে। দাবার সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকলেও তাঁরা আর নিয়মিত খেলোয়াড় নন।
তবে এই ২ যুযুধান কিংবদন্তি আবার মুখোমুখি হতে চলেছেন। এখন যাঁরা নব্য প্রজন্মের দাবাড়ু, তাঁরা আনন্দ কাসপারভের খেলার কথা শুনেছেন। সেই সময়টার উত্তাপ অনুভব করতে পারেননি। এবার সেই সুযোগ তাঁরাও পেতে চলেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুই চেস ক্লাবের নতুন ক্যাম্পাসের উদ্বোধন হতে চলেছে। সেই উপলক্ষে তারা এই ২ কিংবদন্তিকে ফের চৌষট্টি ঘরের মহাসংগ্রামে মুখোমুখি করেছে।
আনন্দ ও কাসপারভের মধ্যে ১২টি ম্যাচ হবে। অক্টোবরের ৭ থেকে ১১ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে এই ম্যাচগুলি। প্রদর্শনী প্রতিযোগিতা হিসাবে ২ কিংবদন্তি মুখোমুখি হবেন দাবার বোর্ডে।
সারা বিশ্ব এখন তাই মুখিয়ে আছে এই ২ তুখোড় দাবাড়ুর লড়াই দেখার জন্য। সেই সঙ্গে ওই ক্লাব চত্বরে একটি প্রতিযোগিতার আয়োজনও হয়েছে। যা ব়্যাপিড চেস ফরম্যাটে খেলা হবে।
সেখানে খেলবেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ, রেটিংয়ের হিসাবে বিশ্বের ১ নম্বর তথা প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন, সেই ক্রমতালিকায় বিশ্বের ২ নম্বর হিকারু নাকামুরা এবং ৩ নম্বর ফ্যাবিয়ানো কারুয়ানা। তবে বিশ্ব দাবাপ্রেমীদের সবটুকু আলো যে আনন্দ ও কাসপারভ কেড়ে নেবেন তা বলার অপেক্ষা রাখে না।