SciTech

চাঁদে একই জায়গায় বনবন করে ঘুরল প্রজ্ঞান, ইসরো দিল ব্যাখ্যা

ইসরো তার এক্স হ্যান্ডলে এবার চাঁদমামার প্রসঙ্গ টেনে আনল। টেনে আনল এক শিশু ও তার মায়ের প্রসঙ্গও। কিন্তু কেন এমন প্রসঙ্গের কথা বলল ইসরো।

ভারতের চন্দ্রযান-৩-এর সাফল্য এখনও তারিয়ে উপভোগ করছেন দেশবাসী। ইসরোর বিজ্ঞানীরাও তার বাইরে নন। সেই সঙ্গে তাঁরা এখন নজর রাখছেন চাঁদের গায়ে রোভার প্রজ্ঞানের পাদচারণার দিকেও। একদিকে রোভারের ক্যামেরার চোখ দিয়ে চাঁদের আশপাশ দেখছেন বিজ্ঞানীরা। আবার ল্যান্ডার বিক্রমের গায়ে লাগানো ক্যামেরা দিয়েও নজর রাখছেন আশপাশে।

সেই ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় ধরা পড়েছে একটি দৃশ্য। দেখা গেছে রোভার প্রজ্ঞান ঘুরে বেড়াচ্ছে চাঁদের পিঠে। এক জায়গায় সে কোন দিকে গেলে ভাল হয় তা স্থির করতে প্রায় একই জায়গায় গোল গোল ঘুরছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ঠিক যেমন একটি শিশু হামা দিয়ে একই জায়গায় এদিক ওদিক ঘোরে। এই ছবি হাতে পাওয়ার পর তার ব্যাখ্যা দিতে গিয়ে ইসরো কিন্তু চাঁদকে যেমন চাঁদ মামা বলা হয় শিশুদের, সেই প্রসঙ্গ টেনে এনেছে।

ইসরো রোভার প্রজ্ঞানের গোল গোল ঘুরে সঠিক দিক নির্ণয়কে চাঁদমামার গায়ে এক শিশুর খেলা করার তুলনা করেছে। ইসরো লিখেছে এ যেন চাঁদমামার গায়ে এক শিশু খেলছে আর তার মা তার দিকে চেয়ে আছে।

বিক্রমের ক্যামেরায় প্রজ্ঞানের এই ঘোরার ছবির এমন অপূর্ব এক ব্যাখ্যায় গোটা দেশ অভিভূত। ভারতে চাঁদকে চাঁদমামা বলেই ছোটদের বোঝানো হয়।

ছোটদের কাছে চাঁদ এক মামার মত। আবদারের জায়গা। ভালবাসার জায়গা। সেটাই আপাদমস্তক বিজ্ঞান মনস্ক ইসরো-র দিক থেকে ব্যাখ্যায় উল্লেখ হওয়ায় বেজায় খুশি অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *