World

যাত্রীদের রক্ষা করতে বাধ্য হয়ে বাজপাখি ভাড়া করল মেট্রো কর্তৃপক্ষ

যাত্রীদের প্রতিদিনের যন্ত্রণা থেকে মুক্তি দিতে এবার বাধ্য হয়েই বাজপাখি ভাড়া করল মেট্রো কর্তৃপক্ষ। বাজপাখি ভাড়া করে কাজ হওয়ায় খুশি তারা।

যাত্রীদের নিত্য যাতায়াত মেট্রো স্টেশনে। ভিড় লেগেই থাকে। কিন্তু যাত্রীদের মেট্রো স্টেশনে অপেক্ষা করতে হলে তাঁরা খুব চিন্তায় পড়ে যান। বারবার উপরের দিকে তাকাতে হয়। জামাকাপড় প্রায়শই নোংরা হয়।

বিষয়টি মেট্রো কর্তৃপক্ষের নজর এড়ায়নি। যাত্রীদের অভিযোগও সামনে আসছিল। অগত্যা সমস্যা থেকে মুক্তি পেতে একদম অন্য পথে হাঁটে মেট্রো কর্তৃপক্ষ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

একটি বাজপাখি ভাড়া করে তারা। প্রতিদিনের জন্য নয়। সপ্তাহে ৩ দিন বাজপাখির কাজ। তবে ওই দিনগুলোয় সারাটা দিনই কাজ করবে সে। সেইমত কাজও শুরু করে। আর তাতেই মাত্র ১ সপ্তাহে সুফল পেতে শুরু করে মেট্রো স্টেশনটি।

ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকো-র এল সেরিতো দেল নোরতে মেট্রো স্টেশনের আশপাশে পায়রার উপদ্রব খুব বেড়েছিল। স্টেশনের আশপাশে পায়রা থাকলে সমস্যা ছিলনা। কিন্তু পায়রারা স্টেশনের সিলিংয়ের খাঁজে খাঁজে নিজেদের সংসার পেতে বসেছিল।

তাতেও সমস্যা ছিলনা। যদিনা তারা মলত্যাগ যাত্রীদের মাথার ওপর করত। পায়রারা সিলিংয়ে বসে যাত্রীদের গায়ে উপর থেকে সারাক্ষণ মলত্যাগ করত। যা এক চরম সমস্যার সৃষ্টি করেছিল।

এই পায়রাদের উৎখাত করতে চেষ্টা করেও ফল হয়নি। অগত্যা বাজপাখি ভাড়া নেওয়া হয়। রিকি ওর্তিজ নামে এক ব্যক্তি তাঁর পোষা বাজপাখি প্যাক ম্যানকে নিয়ে হাজির হন স্টেশনে। তারপর ছেড়ে দেন বাজপাখিটিকে।

আর যায় কোথায়! বাজপাখির হাত থেকে বাঁচতে এলাকা কার্যত পায়রা শূন্য হয়ে যেতে বসেছে। ফলে যাত্রীদেরও আর সমস্যা হচ্ছেনা। মেট্রো রেল কর্তৃপক্ষও খুশি। আপাতত পায়রাদের দূরে রাখতে সপ্তাহে ৩ দিন প্যাক ম্যান ডিউটি করছে স্টেশনে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *