World

প্রবল গতির ট্রেনের ধাক্কায় তছনছ হয়ে গেল উড়োজাহাজ

এক প্রবল গতির ট্রেনের ধাক্কায় তছনছ হয়ে গেল একটি উড়োজাহাজ। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে সেখানকার ক্যামেরায়। বিমানটি ধাক্কার পর টুকরো টুকরো হয়ে যায়।

প্রবল গতিতে ছুটে আসছে একটি ট্রেন। সে তার লাইনেই ছুটছে। কিন্তু ট্রেন চালকের জানা ছিলনা যে তাঁর গতিপথে রেললাইনের ওপর আটকে আছে একটি বিমান।

বড় নয়, ছোট আকারের উড়োজাহাজ। উড়োজাহাজটি আবার আকাশে নিয়ন্ত্রণ হারানোর পর সজোরে আছড়ে পড়ে রেললাইনের ওপর। তারপর সেখানেই আটকে যায়।

উড়োজাহাজটি যে রেললাইনের ওপর এসে আছড়ে পড়েছে সে খবর ট্রেন চালক পর্যন্ত পৌঁছতে যে সময়টা লাগে সে সময় পাওয়া যায়নি। তার আগেই ঘটে যায় পুরো ঘটনা।

প্রবল গতিতে থাকা ট্রেনটি লাইনে আটকে থাকা উড়োজাহাজটিকে ধাক্কা মেরে টুকরো টুকরো করে দেয়। উড়োজাহাজের বিভিন্ন অংশ ধাক্কার পর ভেঙে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাকোইমায়। সেখানেই হোয়াইটম্যান বিমানবন্দর থেকে একটি ছোট বিমান নিয়ে ওড়েন এক পাইলট। বিমানটি ওড়ার পরই মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারায়। তারপরই আছড়ে পড়ে রেললাইনে।

দ্রুত রক্তাক্ত পাইলটকে উড়োজাহাজটির মধ্যে থেকে বার করে আনেন সেখানে কর্তব্যরত পুলিশকর্মীরা। আর তাঁরা যখন ওই পাইলটকে বার করে আনছেন, ঠিক তখনই ট্রেনটি এসে ধাক্কা মারে।

আর সামান্য দেরি হলে ট্রেনের ধাক্কায় উড়োজাহাজটি টুকরো হওয়ার সময় পাইলটের বড় ক্ষতি বা প্রাণহানি হতে পারত। বরাত জোরে রক্ষা পান তিনি। তাঁকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *