World

ছড়াচ্ছে আগুন, বিদ্যুৎবিহীন ২০ লক্ষ পরিবার

ক্রমশ আগুন ছড়িয়ে পড়তে থাকায় রীতিমত আতঙ্ক তৈরি হয়েছে। আগুনের লেলিহান শিখার গ্রাস বাড়তে থাকায় ২০ লক্ষ পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। আরও অনেক এলাকাতেও একই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। প্রবল হাওয়া বওয়ার পূর্বাভাস থাকায় কোনও ঝুঁকি নিতে পারছেনা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা প্যাসিফিক গ্যাস এন্ড ইলেকট্রিক। তারা তাদের গ্রাহকদের সাফ জানিয়ে দিয়েছে সকলে যেন তৈরি থাকেন। কেননা তারা আরও এলাকা ব্ল্যাকআউট করতে চলেছে।

ক্যালিফোর্নিয়ার কিনকেড দাবানল হুহু করে ছড়াচ্ছে। আরও ছড়াচ্ছে শুকনো আবহাওয়া আর প্রবল গতিতে বইতে থাকা হাওয়ার কারণে। খুব দ্রুত হাওয়ার ভেসে আগুনের শিখা ছড়িয়ে পড়ছে সর্বত্র। ইতিমধ্যেই ৩৬টি কাউন্টি এই দাবানলের প্রকোপে পড়েছে। প্রায় ৯০ হাজার মানুষকে বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। আগুন নেভার নাম নিচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা সত্ত্বেও আগুন বরং নতুন নতুন এলাকা গ্রাস করছে।


সুগ্রীব দোসরের মত লস অ্যাঞ্জেলস-এর কাছে আরও একটি দাবানল ক্রমশ ছড়িয়ে পড়ছে। এই দাবানলকে টিক ফায়ার নাম দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৭ হাজার একর এলাকা তার গ্রাসে চলে গেছে। এছাড়াও আরও কয়েকটি ছোটখাটো দাবানল ক্যালিফোর্নিয়ার আশপাশে ছড়িয়েছে। সেগুলিও নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আগুন সব এলাকায় নিয়ন্ত্রণে আসার পরই বোঝা যাবে ক্যালিফোর্নিয়ার কতটা ক্ষতি করল এই সব দাবানল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button