বাড়িতে এসেই চলেছে অ্যামাজনের প্যাকেট, হাঁটাচলার জায়গা নেই, বিপদে পড়লেন মহিলা
এক মহিলা বুঝেই উঠতে পারছিলেননা কি করবেন। তাঁর বাড়ি ভরে গেছে অ্যামাজনের প্যাকেটে। আরও প্যাকেট এসেই চলেছে। কিছুতেই থামাতে পারছেন না তিনি।

তিনি যে এগুলি অর্ডার করেছিলেন এমন নয়। অথচ অ্যামাজনের নানা মাপের নানা ওজনের প্যাকেট তাঁর বাড়িতে এসেই চলেছে। বাড়ির সামনের ফাঁকা অংশ, ঘর, বসার জায়গা, সর্বত্র শুধু অ্যামাজনের প্যাকেট।
এমন অবস্থা যে তাঁর বাড়িতে তিনিই কোথা দিয়ে হাঁটবেন, কোথায় থাকবেন, কিছু বুঝে উঠতে পারছেন না। সংস্থাকে বারবার ফোন করেছেন তিনি। সংস্থার তরফ থেকে আশ্বাসও দেওয়া হয়েছে প্যাকেটগুলি সরিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু কাজের কাজ হচ্ছিল না।
বাক্সগুলির অধিকাংশই ভর্তি গাড়ির সিট কভারে। একটি চিনা সংস্থার তরফ থেকে এই বাক্সগুলি যাঁদের ডেলিভারি করা হয়েছিল তাঁদের মধ্যে যাঁরা সেগুলি ফেরত পাঠাচ্ছেন, সেগুলি এসে জমা হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান জোস শহরে ওই মহিলার বাড়িতে।
কোনও সময় ওই মহিলা কোনও কিছু অর্ডার করেছিলেন। কিন্তু তাঁর সেই ঠিকানা ভুলবশত রিটার্ন অ্যাড্রেস বা ফেরতের ঠিকানা হিসাবে নথিভুক্ত হয়ে যায়। ফলে যিনিই ওই চিনা সংস্থার পাঠানো অ্যামাজন ডেলিভারি ফেরত পাঠাচ্ছেন, সেটা এসে ওই মহিলার বাড়িতে জমা হচ্ছে।
ওই মহিলার দাবি, তিনি অ্যামাজন সংস্থাকে জানিয়েছিলেন। বারবার জানিয়েছিলেন। তারা আশ্বাসও দেয় সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্তের। কিন্তু কোনও কাজ হয়নি।
তবে সম্প্রতি অ্যামাজন সংস্থার তরফে একটি প্রতিনিধিদল ওই মহিলার বাড়িতে এসে পরিস্থিতি দেখে গেছে। সরানোর বন্দোবস্ত সংস্থা করছে। এখন সব প্যাকেট সংস্থা সরিয়ে নিয়ে গেলে ওই মহিলা হাঁফ ছেড়ে বাঁচেন।