Kolkata

পুজোর মুখে ডিএ মামলায় বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র দাবিতে আদালতের রায় তাঁদের পক্ষেই গিয়েছিল। তার বিরুদ্ধে রাজ্যসরকারের আবেদন এবার খারিজ হয়ে গেল।

রাজ্য সরকারি কর্মচারিরা ৩১ শতাংশ ডিএ-র দাবিতে আন্দোলন তো আগেই চালিয়েছিলেন। পরে তাঁরা আদালতের দ্বারস্থ হন। হাইকোর্টের রায় তাঁদের পক্ষে যায়। আদালত জানিয়ে দেয় ডিএ তাঁদের প্রাপ্য অধিকার।

রাজ্যসরকার তাতেও ডিএ না মেটানোয় কর্মীরা স্যাট এর দ্বারস্থ হন। সেখানেও স্যাটের নির্দেশ তাঁদের পক্ষে যায়। রাজ্যসরকার স্যাটকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার আবেদন জানায়। যা স্যাট খারিজ করে দেয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এরপর রাজ্যসরকার হাইকোর্টে গেলে সেখানে সিঙ্গেল বেঞ্চে ফের ধাক্কা খায় সরকার। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় কর্মীদের পক্ষে যায়। রাজ্য সরকারকে ডিএ মেটানোর সময়সীমাও বেঁধে দেয় আদালত। ৩ মাসের মধ্যে ডিএ মেটানোর নির্দেশ দেয় আদালত। কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেছে।

এদিকে রাজ্যসরকার আদালতের সেই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করে। এদিন সেই আবেদন খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে।

রাজ্যসরকারের জন্য এটা একটা বড় ধাক্কা। এখন যা পরিস্থিতি তাতে তাদের সুপ্রিম কোর্টে যাওয়া ছাড়া উপায় নেই। আর সুপ্রিম কোর্টে না গেলে ডিএ মেটাতে হবে রাজ্য সরকারি কর্মীদের।

এখন রাজ্যসরকার কোন পথে হাঁটে সেদিকে নজর শুধু রাজ্য সরকারি কর্মচারিদেরই থাকবে না। সকলেরই নজর থাকবে। তবে ডিএ মামলায় সব রায়ই কর্মচারিদের পক্ষে গেছে। সেটাও হয়তো রাজ্যসরকারের মাথায় থাকবে।

Show More