Business

ভারতীয় সিনেমা জগতে নতুন অধ্যায়ের সূচনা

ভারতে হিন্দি সিনেমা তো বটেই, এমনকি বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও সারা বছরে বহু সিনেমা তৈরি হয়। যা বিভিন্ন প্রেক্ষাগৃহে রিলিজও হয়। দর্শকরা দেখেন। এই হলে সিনেমা ডিস্ট্রিবিউট করা একটা বড় বিষয়। সেখানে হালফিল রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও পিভিআর অন্যতম ভূমিকায় পালন করে। এবার দেশের এই ২ অন্যতম বৃহৎ ফিল্ম ডিস্ট্রিবিউটর একসঙ্গে হাত মেলাল। ফলে তারা একসঙ্গে অনেক বেশি শক্তিশালী হয়ে পড়ল। ফলে সিনেমা ডিস্ট্রিবিউশনে এবার খুব বড় ভূমিকা পালন করবে এরা।

মিশে যাওয়ার পর এই ২ সংস্থার তরফেই খুশি ব্যক্ত করা হয়েছে। রিলায়েন্স এন্টারটেনমেন্ট ও পিভিআর যৌথভাবে ভারতীয় সিনেমার পর্দায় প্রথম প্রকাশ করতে চলেছে তাপসী পান্নু অভিনীত সিনেমা গেম ওভার। যা ১৪ জুন বিভিন্ন হলে রিলিজ হবে। তারপরেই এই ২ সংস্থা যৌথভাবে বিভিন্ন হল ও মাল্টিপ্লেক্সে আনতে চলেছে হৃতিক রোশনের সিনেমা সুপার ৩০। যা আগামী ১২ জুলাই আত্মপ্রকাশ করতে চলেছে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স এন্টারটেনমেন্ট এখনও পর্যন্ত বিভিন্ন ভাষায় ৩০০-র ওপর সিনেমার প্রযোজনা ও পরিবেশনা করেছে। অন্যদিকে পিভিআর সংস্থার দেশের ৬২টি শহর মিলিয়ে এখন ৭৫০টির ওপর প্রেক্ষাগৃহ রয়েছে। যেখানে প্রতি সপ্তাহেই নতুন নতুন ছবি রিলিজ হয়। ফলে সিনেমা জগতের এই ২ শক্তিশালী সংস্থা মিশে যাওয়ায় তাদের মার্কেট শেয়ার অনেকটাই বাড়বে বলে মনে করছে ব্যবসায়িক মহল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *