Business

এই রাজ্যে একলাফে বাড়ল বিয়ারের দাম

বিয়ারের দাম অনেকটা বাড়িয়ে দিল কর্ণাটক সরকার। অন্যান্য কমদামী মদের দামও বেড়েছে। শুক্রবার কর্ণাটকের বাজেট পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী এইচডি কুমারস্বামী। তিনি জানান, বিয়ারের ওপর এখন অন্তঃশুল্ক রয়েছে ১৫০ শতাংশ। তা ২৫ শতাংশ বাড়িয়ে আগামী অর্থবর্ষ থেকে তা ১৭৫ শতাংশ করার বাজেট প্রস্তাব করা হল। ফলে খোলা বাজারে যে বিয়ারের দাম বাড়বে তা পরিস্কার।

Beer

শুক্রবার বিরোধী বিজেপির প্রবল হৈচৈ ও পরে ওয়াকআউটের মধ্যেই এদিন কর্ণাটকের বাজেট পেশ করেন কুমারস্বামী। তিনি বাজেট প্রস্তাবে বলেন, যে সব মাইক্রো ব্রেওয়ারিতে বিয়ার উৎপাদন হয় সেগুলির ওপর অন্তঃশুল্ক দ্বিগুণ করা হল। প্রতি বাল্ক লিটার প্রতি অন্তঃশুল্ক ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করার প্রস্তাব দেন তিনি।

Beer Mug

অন্য কমদামী মদের ওপরও অন্তঃশুল্ক বাড়ানোর প্রস্তাব বাজেটে পেশ করা হয়েছে। অন্তঃশুল্ক দ্বিগুণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরফলে সরকারি কোষাগারে আরও অনেক বেশি অর্থ আসবে বলেই মনে করছে কর্ণাটক সরকার।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *