Business

আরও চড়া হচ্ছে দেশের প্রাচীন শহরের মনমাতানো সুগন্ধ

দেশের এই প্রাচীন শহর এখনও সুগন্ধে ভরপুর। তবে সেই গন্ধ আরও চড়া হতে চলেছে আগামী দিনে। যার একটা নমুনা আগামী ডিসেম্বরেই পাওয়া যাবে।

দেশের অন্যতম এক প্রাচীন শহরে এখনও আনাচেকানাচে নাকে ভেসে আসে সুন্দর সুবাস। যা যে কারও মন ভাল করে দিতে পারে। এবার সেই গন্ধই আরও চড়া হতে চলেছে। শহর ভরতে চলেছে আরও নতুন নতুন মনমাতানো গন্ধে। যা হয়তো বিদেশ থেকেও মানুষকে টেনে আনবে এখানে। গন্ধের টানে এ শহরে ছুটে আসবেন মানুষজন। আর সেটাই এখন লক্ষ্য।


কনৌজের নাম বহু চর্চিত। নানা ইতিহাসের সাক্ষী এই প্রাচীন শহর। কনৌজের সুগন্ধি অর্থাৎ পারফিউমের উৎপাদনের কথাও অনেকের জানা। তবে এখন যেন শহরের সুগন্ধ বড় ফিকে।

মাত্র ২৫০ কোটি টাকার পারফিউমের ব্যবসাই এখন রয়েছে কনৌজে। কিন্তু এবার তা বাড়িয়ে ২৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে উত্তরপ্রদেশ সরকার।



এজন্য যা পদক্ষেপ করার তা শুরু হয়ে গেছে। কনৌজে পারফিউমের ব্যবসা যদি লক্ষ্যপূরণ করতে পারে তাহলে এখানকার মানুষের রোজগার অনেকটাই বাড়বে।

আগামী ডিসেম্বরে কনৌজে একটি আন্তর্জাতিক পারফিউম মেলা বসতে চলেছে। সেখানে কনৌজের নিজস্ব পারফিউমকে বিশ্বের সামনে আরও বেশি করে তুলে ধরা হবে। যাতে তা বিশ্বের দরবারেও দাপটের সঙ্গে পৌঁছে যেতে পারে। বিদেশ থেকেও মেলে প্রচুর অর্ডার।

এখনও বিশ্বে ফ্রান্সের পারফিউম সেরার মর্যাদা বহন করে। কনৌজ সেই ফ্রান্সের পারফিউমকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে বলেও অনেকে মনে করতে শুরু করেছেন।

উত্তরপ্রদেশর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের অর্থনীতিকে ১ ট্রিলিয়নে তুলে নিয়ে যেতে চান। যার এক অন্যতম হাতিয়ার হিসাবে কনৌজের এই পারফিউম শিল্পকে দেখছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button