Business

ফিরছে ব্রিটানিয়া খেয়ে ওয়ার্ল্ড কাপ যাওয়ার হাতছানি

বিখ্যাত এক স্লোগান তখন গোটা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল। ব্রিটানিয়া খাও, ওয়ার্ল্ড কাপ যাও। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই ওয়ার্ল্ড কাপের খেলাগুলির পাশাপাশি গোটা দেশের সামনে একটা অফার এনে শোরগোল ফেলে দিয়েছিল ব্রিটানিয়া। ১০০ জন ভাগ্যবান বিজেতা পাবেন নিখরচায় ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার সুযোগ। তাও আবার ইংল্যান্ডে বসে। সব খরচ ব্রিটানিয়ার।

সেই সময় ওই সুযোগ পেতে ব্রিটানিয়ার প্যাকেট বিকিয়েছিল মুড়ি মুড়কির মত। সেই দুরন্ত সফল ব্যবসা কৌশলকে ফের কাজে লাগাতে চলেছে ব্রিটানিয়া সংস্থা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আইসিসি-র মধ্যে একটি চুক্তি হয়েছে। যে চুক্তি অনুসারে ব্রিটানিয়া সংস্থা ফের ফিরিয়ে আনতে চলেছে লাকি ড্র কনটেস্ট। ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের আগে সেই একই হাতছানি তারা ফিরিয়ে আনতে চলেছে। প্যাকেটে থাকবে প্রোমো কোড। আর তা এসএমএস করতে হবে গ্রাহককে। সেখান থেকে লটারির মধ্যে দিয়ে বেছে নেওয়া হবে বিজেতাদের। তাঁরা ইংল্যান্ডে গিয়ে দেখার সুযোগ পাবেন বিশ্বকাপের ম্যাচ।

বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন ব্যবসা কৌশলের সূচনা হয়। সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের ৪ সদস্য কপিল দেব, শ্রীকান্ত, সৈয়দ কিরমানি ও রজার বিনি।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *