কোনও বাঙালি প্রধানমন্ত্রী হলে সেই তালিকার এক নম্বরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন এক উক্তি করে ঘরে বাইরে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দলের নেতাকর্মীরাই অবাক হয়ে গিয়েছিলেন তাঁর বক্তব্য শুনে। দলের মধ্যে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এই অবস্থায় মাত্র ১ দিন পর রবিবার নিজের বয়ান ১৮০ ডিগ্রি বদলে ফেললেন দিলীপবাবু। রবিবার তিনি বলেন, সাধারণ মানুষও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা একটা হেঁয়ালি মাত্র। মমতার প্রধানমন্ত্রী হওয়ার আসলে কোনও সম্ভাবনাই নেই।
কেন এমন ইউ টার্ন? বেফাঁস বলে দলের মধ্যেই প্রবল সমালোচনার মুখে পড়েন দিলীপ ঘোষ। অবস্থা সামাল দিতে সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় বলেন দিলীপবাবু পুরো কথাটাই বলেছেন মজার ছলে। কিন্তু এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে কানাঘুষো শুরু হয়েছে। একেবারেই না বুঝে মমতাকে প্রথম বাঙালি প্রধানমন্ত্রী বলার মত ভুল করার মানুষ রাজনীতিতে পোড় খাওয়া দিলীপ ঘোষ নন। তাহলে কি এর পিছনে অন্য কোনও ইঙ্গিত রয়েছে? প্রশ্ন উঠতে শুরু করেছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)













