Kolkata

প্রতিবাদে পথে বিজেপি, কটাক্ষ তৃণমূল মহাসচিবের

পঞ্চায়েত ভোটে তফশিলি জাতি-উপজাতির মানুষজনের ওপর সন্ত্রাস হয়েছে। তাঁদের অনেকে এখনও ঘরছাড়া। এমনই দাবিতে এদিন রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নামল বিজেপির তফশিলি মোর্চা। প্রবল গরমের মধ্যেও দুপুরে বিজেপির সদর দফতর থেকে মিছিল বার করেন তাঁরা। মিছিল করে তাঁরা হাজির হন রানি রাসমণি রোডে। সেখান থেকে একটি প্রতিনিধিদল রাজভবনে রাজ্যপালের কাছে তাঁদের বক্তব্য সম্বলিত স্মারকলিপি পেশ করেন।

কলকাতার পাশাপাশি এদিন দিল্লিতে বঙ্গ ভবনের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সেখানে বিক্ষোভের অন্যতম মুখ ছিলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এখন দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তাই দিল্লিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করল বিজেপি। দিল্লিতে এদিন পুরুলিয়া কাণ্ড নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি।

বিজেপির এদিনের আন্দোলন নিয়ে কটাক্ষের সুরে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, বিজেপি বঙ্গভবনের সামনে ছবি তুলতে গেছে। রাজ্যে তাদের আন্দোলন করার ক্ষমতা নেই। তাই দিল্লিতে বিক্ষোভ করছে তারা। — ছবি – সৌজন্যে – ফেসবুক – বিজেপি ফর বেঙ্গল

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *