Kolkata

বিজেপির কর্মসূচি ঘিরে ফের ধুন্ধুমার, অচল দুপুরের দক্ষিণ

গত বুধবার আইন অমান্য কর্মসূচি থেকেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ঘোষণা করেছিলেন বৃহস্পতিবার তাঁরা বিজেপির প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কালি লেপা মূর্তি দুধ দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ কর্মসূচি পালন করবেন। সেখানে সকলকে হাজির হওয়ার ডাকও দেন তিনি। সেইমত এদিন বিজেপির কর্মী সমর্থকেরা কেওড়াতলার দিকে যাওয়ার চেষ্টা করলে রাসবিহারী মোড়ের কাছেই তাঁদের পথ আটকায় পুলিশ। পুলিশের বাধা টপকে বিজেপি কর্মী সমর্থকরা এগোনোর চেষ্টা করলে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতারও করে পুলিশ। যার জেরে দুপুরে দক্ষিণ কলকাতার একটা বড় অংশে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

এদিকে পুলিশি বাধা টপকে এদিক ওদিক থেকে বেশ কয়েকজন বিজেপি কর্মী এদিন দুপুরে কেওড়াতলার কাছে সিআর পার্কে পৌঁছনোর চেষ্টা করেন। কিন্তু সিআর পার্কে পৌঁছনোর গলির মুখে সকাল থেকেই তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিলেন। তাঁরা বিজেপি কর্মীদের পথ আটকান। তাঁদের ফিরে যেতে বলেন। বেশ কয়েকজন বিজেপি কর্মী জোর করে ঢোকার চেষ্টা করলে তাঁদের ওপর চড়াও হন তৃণমূল কর্মীরা। তাঁদের মারধরও করা হয়। বিজেপি মহিলা কর্মীরা ঢোকার চেষ্টা করলে তৃণমূলের মহিলা কর্মীরা তাঁদের মারধর করে হটিয়ে দেন। অবস্থা যথেষ্ট উত্তপ্ত চেহারা নেয়। পরে অবশ্য ধীরে ধীরে অবস্থা নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত এদিন বিজেপি যখন জোর করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কালি মাখানো মূর্তির কাছে পৌঁছনোর চেষ্টা করছে, তখন নারী দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে মেয়ো রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে কালি লেপা ও তা ভাঙচুর করার কড়া ভাষায় নিন্দা করেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *