Kolkata

করোনা নিয়ে সর্বদল বৈঠকের ডাক, স্বাগত জানালেন দিলীপ ঘোষ

রাজ্যে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সর্বদল বৈঠকের ডাক দিল রাজ্যসরকার। যাকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ।

কলকাতা : রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ও বিভিন্ন দলের বক্তব্য শুনতে রাজ্যসরকার একটি সর্বদল বৈঠকের ডাক দিল। আগামী বুধবার বিকেল ৩টেয় হবে এই সর্বদল বৈঠক। নবান্ন সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে রাজ্যের সব রাজনৈতিক দলের প্রতিনিধিকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে রাজ্যসরকার। বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সকলের কাছে মুখ্যসচিবের তরফ থেকে চিঠিও পাঠানো হচ্ছে। সোমবার একথা জানান রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের পরিষদীয় নেতৃত্বকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে। করোনা পরিস্থিতিতে বিধানসভার অধিবেশন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। বৈঠকে উপস্থিত থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যসরকারের সর্বদল বৈঠক ডাকাকে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানান, অনেক আগে থেকেই তিনি এই সর্বদল বৈঠক ডাকার কথা বলছিলেন। রাজ্যসরকার অবশেষে এই পদক্ষেপ নেওয়ায় তিনি খুশি। রাজ্যে এখনও করোনায় ১৪ হাজারের ওপর মানুষ আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫৬৯ জনের।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *