Kolkata

নকশালবাড়ির পর সতর্ক বিজেপি চেতলায় পাঠাল লকেটকে

Published by
News Desk

নকশালবাড়িতে রাতারাতি মাহালী পরিবারের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার পর বেশ সতর্ক রাজ্য বিজেপি। বিজেপি সভাপতি অমিত শাহ মাহালী দম্পতির বাড়িতে গিয়ে ভাত খান। আদিবাসী সেই পরিবারের রাতারাতি তৃণমূলে যোগদানকে সহজভাবে নিচ্ছে না রাজ্য বিজেপি। ফলে কলকাতার চেতলা লকগেট বস্তির যে পরিবারের সঙ্গে অমিত শাহ গিয়ে দেখা করেছিলেন সেই দুই পরিবারের সঙ্গে এদিন দেখা করতে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বেশ কিছুক্ষণ তাঁদের ঘরে কাটান। মিষ্টি খান, সরবত খান। যদিও সন্ধ্যা বা কল্পনাদের পরিবারের দাবি তাঁদের ওপর অন্য কোনও দলের কোনও চাপ নেই।

 

Share
Published by
News Desk