World

মিস ইংল্যান্ড হওয়া বাঙালি সুন্দরী ফিরলেন ডাক্তারি পেশায়

ভাষা একজন শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ, ভারতে ছিলেন তিনি

ভারতীয় বংশোদ্ভূত তিনি। তিনি শিকড়ে বাঙালি। এখন অবশ্য ব্রিটিশ নাগরিক। তিনি মিস ইংল্যান্ডও। অর্থাৎ তিনি ইংল্যান্ড সুন্দরীর খেতাবজয়ী। আবার তিনি একজন চিকিৎসকও। মাত্র ২৪ বছর বয়সের মধ্যে ভাষা মুখোপাধ্যায় নিজের শুধু পরিচয়ই তৈরি করেননি। তিনি স্বনামধন্যাও।

সেই ভাষা মুখোপাধ্যায় ফের উঠে এলেন খবরের শিরোনামে। অবশ্যই তাঁর তা প্রাপ্যও। যখন গোটা ইংল্যান্ড জুড়ে করোনা ভাইরাস তার প্রকোপ দেখাচ্ছে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী আইসিইউতে। তখন ভাষা জানিয়ে দিলেন তিনি এই অবস্থায় ফিরছেন চিকিৎসকের ভূমিকায়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভাষা মুখোপাধ্যায় একজন শ্বাসপ্রশ্বাস বিশেষজ্ঞ চিকিৎসক। ভারতেই ছিলেন তিনি। ছিলেন সেবামূলক কিছু কাজের জন্য। তবে ব্রিটেনের এই পরিস্থিতিতে তিনি সেখানে ফিরেছেন। যোগ দিচ্ছেন সেখানকার ন্যাশনাল হেলথ সার্ভিসে। বোস্টন পিলগ্রিম হাসপাতাল থেকে কাজ শুরু করছেন ভাষা।

তবে তাঁর এখনই ফেরার কথা ছিলনা। যে সেবামূলক কাজে তিনি ভারতে এসেছিলেন সেই কাজেই তাঁর এশিয়ার আরও বেশ কিছু দেশে যাওয়ার কথা। যার মধ্যে ছিল পাকিস্তানও। তবে সেসবই বাতিল হয়েছে আপাতত।

ভাষা জানিয়েছেন তিনি সুরক্ষিত জায়গায় থাকবেন। আর তাঁর সহকর্মীরা ব্রিটেনের এই দুর্দিনে সামনের সারিতে দাঁড়িয়ে লড়বেন। এটা তিনি মেনে নিতে পারছেন না। তাই তাঁদের পাশে দাঁড়ানো তাঁর কর্তব্য বলে মনে করছেন ভাষা।

আপাতত তাঁর বাড়ি যে শহরে সেই ডার্বিতে হোম কোয়ারেন্টিনে আছেন তিনি। সেখানকার সময়সীমা শেষ হলেই তিনি কাজে যোগ দেবেন। ন্যাশনাল হেলথ সার্ভিস যে প্রবল ভার বহন করছে সেই ভার কিছুটা হলেও কমাবেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *