National

পূবালী হাওয়ায় প্রাণভরে অক্সিজেন নিল বিজেপি

গুজরাট বিধানসভা নির্বাচনে কানঘেঁষে জয় এলেও তা স্বস্তির নয়। হাওয়া মাপতে পারছেন বিজেপি নেতৃত্ব। ফলে চিন্তাও রয়েছে। রাজস্থানে উপনির্বাচনে এক ধাক্কায় ৩টি আসন হাতছাড়া হয়ে গেছে তাঁদের। সেখানেও বিজেপি সরকার রয়েছে। তাতেও এই ফল। এর বাইরে নীরব মোদী কাণ্ডে মাথায় হাত পড়েছে বিজেপি নেতৃত্বের। একের পর এক প্রশ্ন‌ের মুখে কার্যত কোণঠাসা তাঁরা। নোটবন্দি নিয়ে ক্রমশ পক্ষে থাকা হাওয়া বিপক্ষে চলে যাচ্ছে। যাঁরা নোটবন্দির পর প্রধানমন্ত্রীর পদক্ষেপকে বাহবা দিচ্ছিলেন, তাঁরাই এখন উল্টো সুরে প্রতিবাদ করছেন। এখনও কেউ পরিস্কার করে বলতে পারল না নোটবন্দির পর কত কালো টাকা ধরা পড়ল! জিএসটি লাগু নিয়েও প্রবল অসন্তোষ রয়েছে বণিক মহলে। পয়লা ফেব্রুয়ারি অর্থমন্ত্রী অরুণ জেটলির কেন্দ্রীয় বাজেট নিয়েও সব মহলে অসন্তোষ দানা বেঁধেছে। এই অবস্থায় তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল উত্তরপূর্বের ৩ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল।

দমবন্ধ অবস্থা থেকে বিজেপিকে বার করে আনার জন্য এই ৩ রাজ্যে ভাল ফল খুব জরুরি ছিল। শনিবার উত্তরপূর্বের ৩ রাজ্যের ফল সেই পূবালী বাতাসই বয়ে আনল বিজেপির জন্য। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব মন খুলে বক্তব্য রাখার সুযোগ পেলেন। গলা চড়ানোর সুযোগ পেলেন। এই বুকভরা অক্সিজেন তাঁদের কোণঠাসা অবস্থা থেকে অনেকটা বার করে আনল।


(ছবি – সৌজন্যে – ট্যুইটার – বিজেপি ফর ইন্ডিয়া)


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button