Feature

দেশের একটি শহর কমলা শহর বলে পরিচিত, এই রং বাছার কারণও রয়েছে

এ দেশের বেশ কয়েকটি শহর বিশেষ রংয়ে পরিচিত। যেমন গোলাপি শহর জয়পুর। তেমনই ভারতের একটি শহরকে কমলা রং দিয়ে চেনা যায়।

ভারতের কয়েকটি শহরকে চেনা যায় তার রং দিয়ে। সেই রং সেই শহরের পরিচিতি। যেমন জয়পুর শহর গোলাপি শহর নামেই পরিচিত। আবার রূপোলী শহর বলা হয় কটককে। এমনভাবে নানা রং এক একটি শহরের গায়ে লেপ্টে গেছে। সেটাই পরিচিতি হয়ে গেছে এসব শহরের।

তবে রং বাছাইয়ের কারণ থাকে। যেমন কটক বিখ্যাত তার পারম্পরিক রূপোর কাজের জন্য। এজন্য এই শহরের নাম হয়ে গেল রূপোলী শহর।


আবার উদয়পুরের সব বাড়ির রং সাদা, মূল প্রাসাদটি শ্বেতপাথর দিয়ে নির্মিত। সাদার আধিক্যের জন্য এই শহর সাদা শহর বলে পরিচিত। তেমনই কমলা শহর।

এমন ভাবার কোনও কারণ নেই যে উদয়পুরের মত বাড়িগুলো এ শহরের সব কমলা রংয়ের। এমনটা মোটেও নয়। বরং এই শহর বিখ্যাত তার কমলা লেবুর জন্য।


ঠিকই ধরেছেন। নাগপুরকেই ভারতের কমলা শহর বলা হয়। কমলালেবুর সঙ্গে নাগপুরের এক অঙ্গাঙ্গী যোগ রয়েছে। কমলালেবু উৎপাদনের জন্য নাগপুর ও তার আশপাশের এলাকা বিখ্যাত। ভারতের একটা বড় অংশের কমলালেবু উৎপাদন তাকিয়ে থাকে এই নাগপুরের দিকে।

এই কমলালেবুর জন্য এই শহর অচিরেই হয়ে উঠেছে ভারতের কমলা শহর। নাগপুর কিন্তু মহারাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহরও। অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। তবে নাগপুরের পরিচিতি তার কমলালেবুর জন্য। আর সেজন্য নাগপুর দেশের তো বটেই এমনকি বিদেশের মানুষের কাছেও ভারতের কমলা শহর।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button