Feature

বিশ্বতালিকায় বাংলা ভাষাভাষী মানুষের স্থান চমকে দিতে পারে যে কাউকে

বিশ্বে কতই তো ভাষা রয়েছে। তারই একটা বাংলা। কিন্তু বিশ্বজুড়ে কত মানুষ বাংলায় কথা বলেন? বিশ্বতালিকায় সেই স্থান কিন্তু অনেককে অবাক করে দিতে পারে।

বিশ্বজুড়ে নানা ভাষাভাষী মানুষের বাস। অসংখ্য ভাষা। তাতে কথা বলা মানুষের সংখ্যাও নেহাত কম নয়। শুধু ভারতে স্বীকৃত সরকারি ভাষার সংখ্যাই ২২, এছাড়াও ভারতের নানা প্রান্তে নানা ভাষায় কথা বলেন মানুষজন।

তাহলে অনুমেয় যে বিশ্বজুড়ে কত ভাষাই রয়েছে! তারমধ্যে বাংলায় কত মানুষ কথা বলেন? সেই কথা বলার নিরিখে বাংলাভাষা কত নম্বরে রয়েছে বিশ্ব ক্রমতালিকায়? অনেকেরই এটা জানতে ইচ্ছে করে।

বাংলায় প্রধানত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষ কথা বলে থাকেন। এছাড়া ছড়িয়ে ছিটিয়ে বাংলায় কথা বলা মানুষ বিশ্বের নানা প্রান্তে কর্মসূত্রে রয়েছেন।

প্রথমে আসা যাক ভারতের কথায়। ভারতে সবচেয়ে বেশি মানুষ কথা বলেন হিন্দি ভাষায়। ভারতের স্বীকৃত ভাষাগুলির মধ্যে হিন্দি ১ নম্বরে রয়েছে। তারপর ২ নম্বরেই কিন্তু রয়েছে বাংলা।

মারাঠি, তামিল, তেলেগু, মালয়ালম, গুজরাটি, পাঞ্জাবী সহ নানা ভাষার মধ্যে বাংলা কিন্তু ভারতে ২ নম্বরে রয়েছে। ভারতের মোট জনসংখ্যার ৮.০৩ শতাংশ মানুষ বাংলায় কথা বলেন।

এবার আসা যাক বিশ্বতালিকায়। বিশ্ব ক্রমতালিকায় কিন্তু বাংলা ভাষাভাষীর সংখ্যা অন্য ভাষায় কথা বলা মানুষদের জন্য যথেষ্ট ঈর্ষণীয় হতে পারে।

বাংলায় কথা বলা মানুষের নিরিখে বিশ্বে বাংলা রয়েছে সপ্তম স্থানে। হিসাব বলছে ২৬৫ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলেন এই ধরাধামে। এই তালিকার ১ নম্বরে রয়েছে ইংরাজি। ২ নম্বরে ম্যান্ডারিন চাইনিজ, ৩ নম্বরে রয়েছে ভারতের হিন্দি ভাষা।

৪ নম্বরে রয়েছেন স্প্যানিশ ভাষাভাষী মানুষ। ৫ নম্বরে ফরাসি ভাষায় কথা বলা মানুষের অবস্থান। ৬ নম্বরে রয়েছেন আরবি ভাষায় কথা বলা মানুষ। আর তার পরেই রয়েছে বাংলা ভাষাভাষী মানুষের স্থান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *