Feature

দেশের একটি রাজ্যে গাছও সরকারি পেনশন পায়

দেশে এমন এক রাজ্য রয়েছে যেখানে গাছও পেনশনের আওতায় পড়ে। গাছও পেনশন পায়। তাদের দেখভালের জন্যই এই পেনশন দেওয়া হয়।

দেশের অনেক সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পান। কিন্তু গাছ পেনশন পায় এমনটা শুনেছেন কি? দেশে কিন্তু এমন এক রাজ্য রয়েছে যেখানে গাছও পেনশন পায়। বছরে সেই গাছরা মোটা টাকা পেয়ে থাকে। অবশ্য সেসব গাছের বয়স ৭৫ বছরের বেশি হতে হবে। তাহলেই সরকারি পেনশনের আওতায় পড়বে সেই গাছ।

কারও বাগান বা খামারে যদি এমন কোনও গাছ থাকে যার বয়স ৭৫ বছরের বেশি তাহলে সেই ব্যক্তি বন দফতরের কাছে আবেদন জানাতে পারেন যাতে তাঁর গাছকে ওই পেনশন দেওয়া হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

সেই আবেদন জমা পড়ার পর গাছটি খতিয়ে দেখেন সরকারি আধিকারিকরা। তারপর স্থির হয় সে পেনশন পাওয়ার যোগ্য কিনা। এখনও পর্যন্ত ৩ হাজার ৮১০টি এমন গাছ ওই রাজ্যে পেনশন পাচ্ছে।

ওই গাছের মালিকের অ্যাকাউন্টে প্রতি বছর ২ হাজার ৭৫০ টাকা করে সরকারি পেনশন ঢোকে। যা ওই গাছটির দেখভালে খরচের জন্য বরাদ্দ।

হরিয়ানা সরকার প্রাণবায়ু দেবতা পেনশন প্রকল্পের আওতায় এই গাছকে পেনশন দেওয়ার নিয়ম চালু করেছে। হরিয়ানায় এখনও এমন ৩ হাজার ৮১০টি গাছ পেনশন পাচ্ছে।

হরিয়ানার মধ্যে বসবাসকারী কেউ যদি মনে করেন তাঁর বাগান বা জমিতে এমন কোনও গাছ রয়েছে যার বয়স ৭৫ বছরের বেশি এবং সেই গাছ এখনও পেনশন আওতায় যুক্ত হয়নি, তবে তিনি আবেদন করতেই পারেন। হরিয়ানাই ভারতের একমাত্র রাজ্য যেখানে গাছও পেনশন পায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *