বাড়ির পোষা প্রাণি গেল পালিয়ে, পাওয়া গেল অন্য দেশে
বাড়ির পোষা প্রাণিটি বাড়ি থেকে বার হলেও খুব দূরে যায়না। এক্ষেত্রে কিন্তু এমনই এক পোষ্য বাড়ি থেকে পালিয়ে তো গেলই। এমনকি দেশ থেকেও পালিয়ে গেল।

বাড়িতে অনেকেই নানা প্রাণি পোষেন। তাদের যত্ন করেন। তারা যদি বাড়ি থেকে বারও হয় তাহলেও বেশি দূর যায়না। গেলেও বাড়িতে ফিরে আসে। কিন্তু এক্ষেত্রে একটি প্রাণি পালিয়ে গেল তার মনিবের বাড়ি থেকে। তারপর দেশ ছেড়েই পালাল।
এমন অবস্থা যে তাকে খুঁজে পাওয়া গেল অন্য দেশ থেকে। পালানোর ইচ্ছা এতটাই প্রবল যে সীমান্ত পার করে দেশ ছেড়েই পালাল সে। একা নয়। বাড়ির ২ পোষ্য একসঙ্গেই লুকিয়ে ঘর ছেড়েছিল। তারপর ২ জনই পালিয়ে যায় অন্য দেশে।
ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে। এখানে এক ব্যক্তি বাড়িতে ২টি ওয়ালাবি রেখেছিলেন। এখানে বলে রাখা ভাল যে ওয়ালাবি হল অস্ট্রেলিয়ার একধরনের ক্যাঙ্গারু জাতীয় প্রাণি। যা ক্যাঙ্গারুর চেয়ে আকারে ছোট হয়। তেমনই ২টি ওয়ালাবি বেলজিয়ামে তাদের মনিবের বাড়ি থেকে পালায়।
তারপর পালিয়ে চলে যায় ফ্রান্সে। বিষয়টি জানার পর ফ্রান্সের ওয়াত্রেলোস থেকে ১টি ওয়ালাবিকে পাকড়াও করা সম্ভব হয়। তবে অন্যটি এখনও বেপাত্তা। যে ওয়ালাবিটিকে পাকড়াও করা হয়েছে, সেটিকে মনিবের হাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
বেলজিয়াম ও ফ্রান্সের সীমান্ত পার করে এভাবে বাড়ির পোষ্য চলে যাওয়ার ঘটনা বেশ আলোড়ন ফেলেছে। কারণ বিশ্বের অন্য প্রান্তেও সচরাচর দেশ থেকে অন্য দেশে বাড়ির পোষ্য পালিয়ে গেছে এমন ঘটে না। তাই এটা আলাদা করে নজর কেড়েছে।