বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। নাম বললেই যে চেহারাটা সামনে ফুটে ওঠে তাঁকে জার্মান ফুটবলের অন্যতম স্তম্ভ বলা যেতেই পারে। ২০১৪-এ জার্মানির হাতে বিশ্বকাপ ওঠায় যাঁর কৃতিত্ব কম নয়। বিশ্ব ফুটবলের সেই অন্যতম সেরা মিডফিল্ডার এদিন সরে দাঁড়ালেন আন্তর্জাতিক ফুটবল থেকে। আর জার্মানির হয়ে কোনও প্রতিযোগিতায় দেখা যাবে না মধ্যমাঠে তাঁর বল নিয়ে দুরন্ত কেরামতি। নিজের ৩২ বছর বয়সে সরে দাঁড়িয়ে সোয়াইনস্টাইগার ট্যুইটে জানান, ২০১৪-র বিশ্বকাপ জয়ের মত বড় সাফল্য আর তাঁর জীবনে আসা সম্ভব নয়। তাই এটাই সরে দাঁড়ানোর সেরা সময়।
২০০৪ সালে হাঙ্গেরির বিরুদ্ধে জাতীয় দলে আত্মপ্রকাশ। তারপর থেকে জার্মান মিডফিল্ডার বললেই যে মানুষটার মুখ চোখের সামনে ভেসে উঠত তিনি সোয়াইনস্টাইগার। প্রায় এক বছর ধরে হাঁটুর চোট নিয়ে কাবু ছিলেন তিনি। ফলে ইউরো কাপে জার্মানির হয়ে প্রত্যাশার কাছাকাছি পৌঁছতে পারেননি বাস্তিয়ান। সেটাই হয়তো তাঁকে হতাশ করেছিল। যার ফলে অবশেষে অবসরের রাস্তা বেছে নিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার।