National

বন্যায় ভেসে যাওয়া ৬ গণ্ডার শাবককে বাঁচাল সিডব্লিউআরসি

৬টি গণ্ডার শাবককে ডুবতে ডুবতে বাঁচাল সেন্টার ফর ওয়াইল্ড লাইফ রিহ্যাবিলিটেশন এন্ড কনজারভেশনের একটি দল। ঘটনাটি ঘটেছে অসমের বিখ্যাত কাজিরাঙ্গা অভয়ারণ্যে। গোটা অসমই এখন বন্যা আক্রান্ত। কাজিরাঙ্গাও বাদ যায়নি। অভয়ারণ্যের সমতল আপাতত জলের তলায় চলে গেছে। ফলে প্রবল সমস্যায় পড়েছে এখানকার গণ্ডাররা। সিডব্লিউআরসি-র সদস্যরা জানিয়েছেন, এখানে প্রাপ্তবয়স্ক গণ্ডারেরা বন্যা পরিস্থিতি দেখা দিলে অভয়ারণ্যের মধ্যের কার্বি আংলং পাহাড়ের উঁচু জায়গায় গিয়ে প্রাণ বাঁচায়। জল না নামা পর্যন্ত ওখানেই দিন কাটিয়ে দেয় তারা। কিন্তু সমস্যা হয় শাবকগুলোর। বন্যার জলে ভেসে যায় তারা। মায়ের থেকে আলাদা হয়ে জলের তোড়ে ডুবতে থাকা অবস্থায় তারা কিছুই করে উঠতে পারেনা। এভাবে মৃত্যুর মুখে পৌঁছে যাওয়া ৬টি শাবককে উদ্ধার করে শুশ্রূষা শুরু করেছে সিডব্লিউআরসি। ৬টির মধ্যে ২টির অবস্থা আশঙ্কাজনক। কারণ ডুবে যাওয়ার ঠিক আগের অবস্থায় তাদের উদ্ধার করা হয়। ৬টি শাবক এখনও আতঙ্কে রয়েছে। তবে কিছুদিন চিকিৎসার মধ্যে থাকলে তারা সকলেই সুস্থ হয়ে উঠবে বলে জানিয়েছেন সিডব্লিউআরসি আধিকারিক ও চিকিৎসকরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button