Sports

ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সিদ্ধান্ত জানাল বাংলাদেশ, আসতে পারে স্কটল্যান্ড

ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে কিনা সে সিদ্ধান্ত জানানোর জন্য আইসিসি তাদের ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। তার মধ্যেই বাংলাদেশ জানিয়ে দিল তাদের সিদ্ধান্ত।

আসন্ন টি২০ বিশ্বকাপে খেলতে ভারতে আসা নিয়ে তাদের আপত্তির কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ। তাদের যুক্তি ছিল ২ দেশের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে তাতে তারা ভারতে খেলবে না। তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক।

এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি-র কাছেও আবেদন জানিয়েছিল। আইসিসি তার উত্তরে পরিস্কার করে দেয় অন্যত্র নয়, বাংলাদেশের যে ম্যাচগুলো ভারতে হওয়ার কথা সেগুলি ভারতেই খেলতে আসতে হবে। পাশাপাশি জানিয়ে দেয় বাংলাদেশ যেন তাদের মতামত ২৪ ঘণ্টার মধ্যে জানায়।

ফলে বাংলাদেশকে একটা সিদ্ধান্ত নিতেই হত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার জানিয়ে দিল তারা ভারতে খেলতে আসবেনা। যার সহজ অর্থ হল টি২০ বিশ্বকাপে বাংলাদেশ হয়তো থাকছেই না।

বাংলাদেশের পরিবর্তে অন্য একটি দেশ এই প্রতিযোগিতায় জায়গা পেতে পারে। সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড জায়গা পেতে পারে।

আইপিএল নিলামে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে নেওয়ার পরই ভারত জুড়ে প্রতিবাদ আছড়ে পড়ে। কেন বাংলাদেশের একজন খেলোয়াড়কে শাহরুখের দল জায়গা দিল তা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়।

অবশেষে কেকেআর জানিয়ে দেয় তারা মুস্তাফিজুরকে দলে রাখছে না। এই সিদ্ধান্তের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাল্টা জানায় তারা টি২০ বিশ্বকাপে ভারতে খেলতে চায়না। তাদের খেলাগুলো শ্রীলঙ্কায় ফেলার আবেদন জানায় তারা। ভারতে তাদের খেলোয়াড়রা সুরক্ষিত নয় বলেও দাবি করে বাংলাদেশ। যে যুক্তি মেনে নেয়নি আইসিসি।

প্রসঙ্গত আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি২০ বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় খেলা হবে। অধিকাংশ ম্যাচ ভারতেই হবে। কয়েকটি হবে শ্রীলঙ্কায়। সেই তালিকা অনুযায়ী লিগ স্তরে বাংলাদেশের ৪টি ম্যাচই ভারতে পড়েছে। যার ৩টি কলকাতায় এবং ১টি মুম্বইতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *