World

স্ত্রী পালাতে দ্বিতীয় বিয়ে করে হেলিকপ্টারে ফিরলেন যুবক

স্ত্রী অন্য যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। তাই রাগে দ্বিতীয় বিয়ে করলেন এক যুবক। তাক লাগিয়ে জুড়ে দিলেন হেলিকপ্টারের চমক।

১০ বছরের সংসার। দম্পতির ২ মেয়ে। ভালই চলছিল সবকিছু। কিন্তু সেই সংসারে আচমকাই ছন্দপতন হয়। শুরু হয় অশান্তি। কারণ স্ত্রীর জীবনে অন্য পুরুষের আগমন। এলাকারই একটি দোকানে কর্মরত এক ব্যক্তির সঙ্গে ২ মেয়ের মা ওই মহিলা সম্পর্কে জড়িয়ে পড়েন।

মহিলা যেমন বিবাহিতা, তেমনই যে ব্যক্তির সঙ্গে তিনি সম্পর্কে জড়ান তিনিও বিবাহিত পুরুষ। কিন্তু ভালবাসার কাছে ২ জনের সংসারই গুরুত্ব হারায়। ওই মহিলা সম্পর্কে জড়ানোর পর স্বামীকে ছেড়ে ২ মেয়েকে নিয়ে এবং গয়নাগাটি নিয়ে বাড়ি ছাড়েন। পালিয়ে যান তাঁর নতুন প্রেমিকের সঙ্গে।

এই ঘটনার পর কার্যতই ভেঙে পড়েন ওই মহিলার স্বামী। বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা কামাল হোসেনের স্ত্রী এভাবে পালিয়ে যাওয়ায় তাঁকে নানা কুকথার মুখেও পড়তে হয়।

ব্যবসায়ী কামাল এভাবে একা হয়ে পড়ার পর তাঁর পাশে এসে দাঁড়ান ওই এলাকারই বাসিন্দা আর এক তরুণী। প্রায় ৪০ বছরের কামাল নতুন জীবন পান ওই বছর ২৫-এর তরুণীর সান্নিধ্যে।

ওই তরুণী তাঁকে বিয়েও করতে চান। কামালও রাজি ছিলেন। তিনি দ্রুত ব্যবস্থা করেন বিয়ের। তারপর ২ জনে বিয়ে করেন। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে করে বাড়ি ফেরেন কামাল।

গ্রাম জুড়ে রীতিমত হইচই পড়ে যায়। প্রথম স্ত্রীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলিয়ে দেয় কামালের নতুন জীবনের সূচনা। এবার এই তরুণী স্ত্রীকে নিয়ে বাকি জীবনটা কাটাতে চান কামাল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *