বুড়িগঙ্গা নদীতে ২টি নৌকার সংঘর্ষ, মৃত ৩০
বুড়িগঙ্গা নদীর বুকে ২টি নৌকার সংঘর্ষ কেড়ে নিল ৩০টি প্রাণ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঢাকা : বুড়িগঙ্গা নদী জলপথ পরিবহণের একটা বড় ভরসা। এই নদী বেয়ে বাংলাদেশের রাজধানী শহর ঢাকার সঙ্গে বাংলাদেশের অন্যান্য অনেক জায়গার যোগাযোগ বজায় থাকে। সেই বুড়িগঙ্গা নদীতে তাই যাত্রীবাহী নৌকার যাতায়াত লেগেই থাকে। সোমবারও প্রায় ১০০ জন যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে একটি নৌকা মুন্সিগঞ্জ থেকে ঢাকা আসছিল। সদরঘাট এলাকা দিয়ে নৌকা যখন পাস করছে তখন অন্যদিক থেকে আসছিল ময়ূর-২ নামে অন্য একটি যাত্রীবাহী নৌকা।
বাংলাদেশের জলপথ পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, ময়ূর-২ নৌকাটি ধাক্কা মারে মর্নিং বার্ডে। ২টি নৌকার জোড়াল সংঘর্ষ হয় মাঝ বুড়িগঙ্গায়। ধাক্কায় টাল রাখতে না পেরে ১০০ জন যাত্রী নিয়ে উল্টে যায় মর্নিং বার্ড। অনেকেই বাঁচার আর্তি নিয়ে চিৎকার করতে থাকেন। অনেকে তলিয়ে যেতে থাকেন গভীর জলে। কেউ আবার সাঁতরে পাড়ে আসার চেষ্টা করেন।
পুলিশ জানাচ্ছে নৌকাডুবির পর ৩০টি দেহ তারা উদ্ধার করতে পেরেছে। যারমধ্যে ১৯ জন পুরুষ, ৮ জন মহিলা এবং ৩টি শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ঘটনাটি ঘটে। দুপুরের পরও তল্লাশি বজায় ছিল। এদিকে ময়ূর-২ নৌকার চালক পলাতক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













