মস্তিষ্কের অপারেশনে রোগীর করোটিতে ফুটো করে ১২ বছরের মেয়ে, গ্রেফতার চিকিৎসক
অপারেশন থিয়েটারে এক রোগীর মস্তিষ্কের জটিল অস্ত্রোপচার করা হচ্ছিল। সেজন্য তাঁর করোটি ফুটো করতে হত। সেটা করে চিকিৎসকের ১২ বছরের মেয়ে। অভিযোগে গ্রেফতার চিকিৎসক।

বছর ৩৩-এর এক কৃষক একটি দুর্ঘটনার কারণে মস্তিষ্কে আঘাত পান। তাঁর মস্তিষ্কে জটিল অপারেশনের দরকার আছে বলে মনে করেন চিকিৎসকেরা। সেইমত তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।
সেখানে মস্তিষ্কের অপারেশন করার জন্য যে সার্জন ছিলেন তিনি তাঁর ১২ বছরের মেয়েকে সঙ্গে করে অপারেশন করতে আসেন। মস্তিষ্কে অপারেশনের জন্য প্রথমে রোগীর স্কাল বা করোটিতে ফুটো করার দরকার ছিল।
অভিযোগ ওই মহিলা সার্জনের ১২ বছরের মেয়ে এক জুনিয়র চিকিৎসকের সহায়তায় করোটিতে ফুটোটি করে। একথা জানাজানি হতেই শুরু হয় তোলপাড়। চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।
তিনি ১২ বছরের মেয়েকে নিয়ে এমন এক জটিল অপারেশন করতে অপারেশন থিয়েটারে প্রবেশ করলেন কেন? ১২ বছরের এক বালিকাকে দিয়ে রোগীর করোটিতে ফুটো! এটা তিনি করালেন কী বলে!
রোগীর যে কোনও সময় কিছু হতে পারত! যদিও মেয়েকে নিয়ে অপারেশন থিয়েটারে প্রবেশ মেনে নিলেও তাকে দিয়ে করোটিতে ফুটো করানো হয়েছে বলে মানতে নারাজ ওই মহিলা সার্জন।
এই ঘটনা জানার পর গ্রেফতার হন ওই মহিলা সার্জন। আদালতে মামলাটি চলার সময় ওই জুনিয়র চিকিৎসক জানান ১২ বছরের ওই বালিকা করোটিতে ফুটো করেছে ঠিকই, তবে সব সময়ই যন্ত্রের নিয়ন্ত্রণ তাঁর হাতে ছিল।
ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি হাসপাতালে। বিষয়টি সেখানকার আদালতে বিচারাধীন। তবে ১২ বছরের এক বালিকাকে নিয়ে অপারেশন থিয়েটারে এক সার্জনের প্রবেশ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। খবরটি এনজেড হেরাল্ড সহ নানা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।