World

কুমিরের কবলে পড়ে গাড়ির ছাদে ৫ দিন, অর্ধমৃত ২ তরুণ

আগে গেলে অতল সমুদ্র, পিছনে গেলে খাবে কুমির। টানা ৫ দিন ধরে এভাবেই চলে কুমির-ডাঙ্গা খেলার মতো টানাপোড়েন। শেষপর্যন্ত পরিচিতদের তৎপরতায় পোষ্য কুকুরসহ চার্লি উইলিয়াম ও বিউ ব্রুস মরিসকে নিস্তেজ অবস্থায় উদ্ধার করে পুলিশ। বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বছর ১৯-এর চার্লি ও ৩৭ বছরের মরিস। তাঁরা পশ্চিম অস্ট্রেলিয়ার ডাম্পেয়ার পেনিনসুলা অঞ্চলে মাছ ধরতে গিয়েছিলেন। সঙ্গে ছিল তাঁদের পোষা সারমেয়টি।

প্রত্যন্ত ওই অঞ্চল সমুদ্রের বিরাট ঢেউয়ের জন্য কুখ্যাত। সে কথা সম্ভবত তাঁদের জানা ছিল না। এমনই এক বিরাট ঢেউয়ের হাত থেকে বাঁচতে নিজেদের গাড়ির দিকে ছুটে যান চার্লি ও মরিস। কাদায় আটকে পড়া গাড়ির ছাদে তড়িঘড়ি উঠে বসেন তাঁরা। পরে নামতে গিয়েই হাত-পা ঠান্ডা হয়ে যায় চার্লি ও মরিসের। ঢেউয়ের সঙ্গে গাড়ির সামনে ভেসে এসেছে একটা কুমির। জনমানবহীন ওই জায়গায় মানুষের দেখা পাওয়ার যে কোনও সম্ভাবনা নেই তা ভালভাবে বুঝতে পারেন দুজন।

হঠাৎ ওই দুই যুবকের মাথায় একটা বুদ্ধি আসে। সঙ্গে আনা মোবাইলে নিজেদের দুরবস্থার ভিডিও রেকর্ড করে আত্মীয়দের পাঠিয়ে দেন চার্লি ও মরিস। সঙ্গে মেসেজে জানান যে কুমির তাঁদের ঘিরে রেখেছে। তাঁদের পোষ্যটিকেও কুমির আক্রমণ করার চেষ্টা করছে। এইভাবে টানা ৫ দিন ওই জায়গায় আটকে থাকেন তাঁরা। পুলিশ গিয়ে যখন তাঁদের উদ্ধার করে, তখন খিদে-তেষ্টায় ও রোদের আঁচে তাঁদের যায় যায় অবস্থা। তাঁদের খাবার ও জল দিয়ে সুস্থ করে তোলেন উদ্ধারকারীরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *