অসহ্য গরমের সতর্কবার্তা, ২ শহরের পারদ ছুঁল ৪৪ এবং ৪৬ ডিগ্রি, তাপপ্রবাহের পূর্বাভাস
আগুনে গরম ইতিমধ্যেই পুড়িয়ে দিচ্ছে চারধার। অসহ্য গরম অপেক্ষা করছে। পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। এ দেশের ২ শহরের একটি ৪৪ এবং একটি ৪৬ ডিগ্রি ছুঁয়েছে।

প্রবল তাপপ্রবাহ। অসহ্য গরম। চড়তে থাকা পারদ। এসবের জন্য আগেভাগেই তৈরি থাকার পরামর্শ দিল আবহাওয়া দফতর। কারণ এ দেশ এবার চরম গরম দেখতে চলেছে বলেই পূর্বাভাস। আর তার ইঙ্গিত ইতিমধ্যেই পেয়ে গেছেন দেশবাসী।
সেই সঙ্গে থাকছে দাবানলের সম্ভাবনাও। অতি গরম থেকে পুড়ে ছাই হতে পারে জঙ্গল। সে সম্ভাবনাও প্রবল। ভারতের মত দেশে যখন হেমন্তের হিমেল পরশ শরীর ছোঁয়ার অপেক্ষায়। তখন অন্য গোলার্ধে শুরু হয়ে গেছে গ্রীষ্ম।
অস্ট্রেলিয়ায় এখন গ্রীষ্মকাল। অক্টোবরেই এবার অস্ট্রেলিয়া জুড়ে ত্রাহি ত্রাহি রব। এমন গরম। কুইন্সল্যান্ডে ৪৪.৮ ডিগ্রি এবং নিউ সাউথ ওয়েলস-এ ৪৬.১ ডিগ্রি ছুঁয়েছে পারদ। যা একটা রেকর্ড।
এমনই রেকর্ড গরমের জন্য অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার অন্য শহরগুলোও। ইতিমধ্যেই অনেক জায়গায় তাপপ্রবাহ শুরু হয়ে গেছে। যা সহ্য করা কঠিন হচ্ছে।
অস্ট্রেলিয়াবাসীকে এবার এক অতি গরমের জন্য আগেভাগেই তৈরি থাকার পরামর্শ দিয়েছে সেখানকার আবহাওয়া দফতর। এখনই পুড়ছে অস্ট্রেলিয়ার উত্তর ও পূর্ব উপকূলীয় জায়গাগুলি।
সিডনিতে পারদ পৌঁছে গেছে ৩৯ ডিগ্রিতে। ফলে অস্ট্রেলিয়ার মানুষজন এখন গরম থেকে রেহাই পাওয়ার পথ খুঁজছেন। অতি গরমে এখনও তাঁদের দীর্ঘ সময় কাটাতে হবে।
এখনই যা পরিস্থিতি তাতে তাঁরা কার্যত সিঁদুরে মেঘ দেখছেন। বয়স্ক, অন্তঃসত্ত্বা এবং শিশুদের বাড়িতেই থাকার পরামর্শ দিচ্ছে প্রশাসন। সকলকেই খুব দরকার না থাকলে বাড়িতে থাকার অনুরোধ করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা