কুমিরের সঙ্গে কুস্তি, বড় সমস্যায় সাহসী যুবক
তিনি জলে নেমে কুমিরের সঙ্গে কুস্তি লড়েছেন। তাতে কুমিরের থেকে তাঁর কোনও ক্ষতি হয়নি। কিন্তু অন্য সমস্যায় পড়ে গেলেন সাহসী যুবক।

তিনি জলে নেমেছিলেন। এখানে জল কম। সেখানেই কুমিরের বাস। হাঁটুজলে নেমে কুমিরেরে সঙ্গে কুস্তি লড়েন তিনি। কুমির বরং ভয় পেয়েছিল কিছুটা। জলে কুমির শক্তিশালী হলেও সেই জলেই তাকে কাবু করলেন ওই যুবক।
কুমির তাঁর হাত ছাড়িয়ে পালানোরও চেষ্টা করল। তাকে আবার জলেই পিছু ধাওয়া করে পাকড়াও করেন তিনি। তারপর ছেড়েও দেন। সহজ জয়। কুমিরের সঙ্গে কুস্তিতে তিনিই জয়ী!
কিন্তু এমন এক বিপজ্জনক অথচ সাহসী কুস্তির জেরে তাঁর এতটুকু কোনও ক্ষতি হয়নি। কুমির তাঁর কোনও ক্ষতি করতে পারেনি। তবু তিনি এখন বেকায়দায়। বেশ বড় সমস্যার সম্মুখীন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইক হসটন অস্ট্রেলিয়ায় গিয়ে সেখানে কুমিরদের সঙ্গে কুস্তি লড়েন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তে সময় নেয়নি। সেটা দেখার পরই অস্ট্রেলিয়া প্রশাসন বিষয়টি নিয়ে রেগে আগুন।
এটা কুমিরদের ওপর অন্যায় বলে মনে করছে তারা। এমন স্টান্ট বিপজ্জনক এবং বেআইনি বলে মনে করছে প্রশাসন। শুধু মনে করছেনা ওই যুবকের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে।
যদিও এসব দেখে আত্মপক্ষ সমর্থনে মাইক দাবি করেছেন তিনি ওই কুমিরের সঙ্গে কুস্তির ভিডিওগুলি শিক্ষামূলক কারণে প্রকাশ করেছিলেন। কিন্তু তা মানতে নারাজ অস্ট্রেলিয়া প্রশাসন।
অনেকে মনে করছেন কুমিরদের নিশ্চিন্ত বাসকে সমস্যায় ফেলেছেন মাইক। তেমন হলে মোটা অঙ্কের জরিমানা পূরণ করতে হতে পারে ওই মার্কিন ইনফ্লুয়েন্সারকে।