World

মায়ানমারের প্রেসিডেন্ট হলেন টিন

Myanmarমায়ানমারের প্রেসিডেন্ট পদে বসলেন টিন কাও। কয়েক দশকের সেনা শাসনের পর অবশেষে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারে প্রেসিডন্ট নির্বাচিত হলেন তিনি। সেনা শাসন থেকে মায়ানমারকে মুক্ত করার লড়াইয়ে যিনি পুরোধা হিসাবে খ্যাত সেই নোবেলজয়ী জননেত্রী আন সান সুকি-র ঘনিষ্ঠ হিসাবে পরিচিত টিন। মায়ানমারের সাংবিধানিক বিধিনিষেধের কারণে প্রেসিডেন্ট পদে তিনি বসতে পারেননি। নিয়ম অনুযায়ী শুধু নিজে মায়ানমারের নাগরিক হলেই হবে না, প্রেসিডেন্ট হতে গেল তাঁর পরিবারের কেউ বিদেশি নাগরিক হওয়া যাবে না। কিন্তু সুকির সন্তানেরা বিদেশি নাগরিক হওয়ায় তিনি প্রেসিডেন্ট হতে পারেননি। তবে টিন প্রেসিডেন্ট হলেও বকলমে প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন সুকিই। এদিন প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ করেন টিন। দুই সহ রাষ্ট্রপতিও এদিন তাঁর সঙ্গেই শপথ নেন। বুধবার মায়ানমার সংসদের যৌথ অধিবেশনে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন সুকি নিজেও।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *