Kolkata

রাজ্যে শুক্রবার অর্ধ দিবস ছুটি, দেশ জুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক

অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার অর্ধদিবস ছুটি থাকবে যাবতীয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও সরকারি অফিসে। অর্ধ দিবস ছুটি থাকছে আইসিএসই স্কুলগুলিতেও। এদিন সন্ধেবেলা প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর কিছুক্ষণ পর থেকেই ছুটি নিয়ে বিভিন্ন খবরে আতান্তরে পড়েন সরকারি কর্মী থেকে স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা। কখনও শোনা যাচ্ছিল পূর্ণ দিবস ছুটি। কখনও অর্ধ দিবস। ফলে ধন্দের সৃষ্টি হয়। চলছিল ফোনাফুনি। গুজবের মত রটে যায় শুক্রবার পুরো দিন ছুটি। পরে অবশ্য সব ধন্দ কাটে।

পশ্চিমবঙ্গ সরকার অর্ধ দিবস ছুটি দিলেও উত্তরাখণ্ডে শুক্রবার পূর্ণ দিবস ছুটি। পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে বিহারের নীতীশ কুমার সরকারও। এছাড়া উত্তরপ্রদেশ, দিল্লি, গুজরাট, ওড়িশা, পঞ্জাব, ঝাড়খণ্ড, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক সরকারও পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে। ছুটি থাকছে অটলবিহারী বাজপেয়ীর জন্ম রাজ্য মধ্যপ্রদেশেও। এছাড়া মধ্যপ্রদেশ সরকার ৭ দিনের জন্য রাজ্যে শোক দিবস ঘোষণা করেছে।

অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে দেশ জুড়ে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হয়েছে। এই দিনগুলোয় অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। শুক্রবার বিজয়ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *