National

বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র, প্লাবিত অসমে মৃত ২৪

প্রবল বৃষ্টিতে ব্রহ্মপুত্র নদের জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। অন্য নদীগুলিরও একই অবস্থা। ফলে অসম ভাসছে।

গুয়াহাটি : অসমে বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। অসমের ৩৩টি জেলার মধ্যে ২৫টি জেলাই বন্যা কবলিত। ১৩ লক্ষের ওপর মানুষ বন্যা বিধ্বস্ত। ২৭ হাজারের ওপর মানুষকে অস্থায়ী ত্রাণ শিবিরে রাখার বন্দোবস্ত করেছে প্রশাসন। ইতিমধ্যেই বন্যায় প্রাণ গেছে ২৪ জনের। এছাড়াও প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নেমেছে। সেই ধসে চাপা পড়ে আরও ২৩ জনের প্রাণ গিয়েছে।

আবহাওয়া দফতর জানাচ্ছে অসম এখনই প্রবল বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছেনা। বরং আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে অসমের বন্যা পরিস্থিতি যে আরও জটিল আকার নিতে চলেছে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই বহু গবাদি পশু বিপদের মুখে। গ্রামের পর গ্রাম জলের তলায় চলে গেছে। পরিবার নিয়ে সুরক্ষিত জায়গায় পালানোর চেষ্টা করছেন মানুষ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

প্রবল বৃষ্টির জেরে কয়েকদিন ধরেই ব্রহ্মপুত্রের জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল। যারফলে ক্রমে পরিস্থিতির অবনতি হচ্ছিল অসমে। বহু এলাকায় জল ঢুকে যাচ্ছিল। এখন জল গ্রাস করেছে অসমের বড় অংশ। বাড়ছে জলস্তর। যা আরও বড় চিন্তার কারণ হচ্ছে। করোনা রুখতে অসম কঠিন লড়াই চালাচ্ছে। তারমধ্যে বন্যা পরিস্থিতির বেহাল দশা আরও জটিল করে তুলেছে অবস্থা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *