Lifestyle

অফিস প্রেমের নিরিখে ভারত কিন্তু উপরের দিকে, বিশ্বে কত নম্বরে জানলে অবাক হতে হয়

অফিসে কাজের ফাঁকে প্রেম। বিষয়টি সম্বন্ধে সবাই জানেন। কিন্তু ভারত যে সে কাজে বিশ্বের মধ্যে একদম প্রায় উপরে অবস্থান করছে তা এবার সামনে এল।

প্রেমের ফাঁদপাতা ভুবনে অনেকেই সম্পর্কে জড়িয়ে পড়ার হাতছানি পান ঠিকই তবে কর্মক্ষেত্রে রোমান্স করার অনেক হ্যাপা রয়েছে। রয়েছে বহু বাধা বিপত্তিও। তবুও নিয়মের বেড়াজাল পেরিয়ে চুপিসারে হোক বা প্রকাশ্যে, অফিস রোমান্স কিন্তু চলতেই থাকে।

সবচেয়ে আশ্চর্যের বিষয় পুরুষরা মহিলাদের তুলনায় বেশি সংখ্যায় অফিস রোমান্সে জড়িয়ে পড়েন। অর্থাৎ পুরুষদের মধ্যে যেখানে ৫১ শতাংশ মানুষ মহিলা সহকর্মীর প্রতি আকৃষ্ট হন, সেই জায়গায় মহিলাদের মধ্যে মাত্র ৩৬ শতাংশের মধ্যে এই আকর্ষণ কাজ করে।

বিশ্বের ১১টি দেশ এই অফিস রোমান্সের তালিকায় রয়েছে। প্রথম স্থানে রয়েছে মেক্সিকো। তাহলে কি মনে হয়, দ্বিতীয় স্থানে আমেরিকা বা ইউরোপের কোনও দেশ? একেবারেই না। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

ইউগভ-এর সহযোগিতায় অ্যাশলে ম্যাডিসন নামে একটি ডেটিং প্ল্যাটফর্ম ১১টি দেশের মোট ১৩ হাজার ৫৮১ জন প্রাপ্তবয়স্ক মানুষকে নিয়ে এই সমীক্ষাটি চালিয়েছিলেন। সমীক্ষাটিতে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, জার্মানি, ভারত, ইতালি, মেক্সিকো, স্পেন, ব্রিটেন, আমেরিকা এবং সুইৎজারল্যান্ড অংশ নেয়।

সেই সমীক্ষাতেই দেখা যায় ভারতীয়দের মধ্যে সহকর্মীর সঙ্গে প্রেম ভালবাসায় জড়ানোর প্রবণতা প্রবলভাবে বেশি। ভারতের কর্মক্ষেত্রগুলি পেশাদারি আচরণ এবং নিয়মনীতি সম্পর্কে কর্মীদেরকে স্পষ্ট ধারনা দিয়ে দেয়। তবু ১০ জনের মধ্যে ৪ জনই অফিস রোমান্সে জড়িয়ে পড়েন।

মজার ব্যাপার, অফিস রোমান্সের বিষয়টি শুধুমাত্র আর মহানগরীগুলোতেই সীমাবদ্ধ নেই। ছোট শহরগুলোও এখন এই জোয়ারে গা ভাসিয়েছে। তবে সমীক্ষায় দেখা গেছে বর্তমান প্রজন্মের ১৮ থেকে ২৪ বছর বয়সী ছেলেমেয়েরা এই ব্যাপারে খুবই সতর্ক থাকেন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *