National

গৃহবন্দি অরবিন্দ কেজরিওয়াল, আপের দাবি অস্বীকার করল পুলিশ

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি মঙ্গলবার দাবি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করেছে পুলিশ। যদিও পুলিশ তা অস্বীকার করেছে।

নয়াদিল্লি : কৃষক আন্দোলনের জেরে ওই ঠান্ডাতেও দিল্লিতে বিক্ষোভের পারদ চড়ছে। এরমধ্যেই মঙ্গলবার ভারত বন্‌ধ-এর ডাক দিয়েছিলেন কৃষকরা। তারমধ্যেই মঙ্গলবার সকালে একটা ট্যুইট দিল্লির সহ গোটা দেশের রাজনৈতিক পারদ চড়িয়ে দেয়।

দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি মঙ্গলবার দাবি করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করেছে বিজেপির পুলিশ। তাঁর বাড়ি থেকে কাউকে বার হতে দেওয়া হচ্ছে না। কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছেনা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এই খবর সামনে আসতেই হৈচৈ পড়ে যায়। দিল্লির মুখ্যমন্ত্রীকে অমিত শাহর পুলিশ গৃহবন্দি করেছে বলে খবর ছড়াতেই পারদ চড়তে থাকে।

কৃষক আন্দোলনে অরবিন্দ কেজরিওয়াল সরাসরি সমর্থন করছিলেন। কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। মঙ্গলবার বন্‌ধের সকালে কেজরিওয়ালের কৃষকদের সঙ্গে দেখা করতে যাওয়ারও কথা ছিল। তার আগেই আপের এই দাবি সামনে আসে।

সোমবারই কেজরিওয়াল সিঙ্গু বর্ডারে কৃষকদের সঙ্গে গিয়ে দেখা করেন। আপের দাবি, তারপরই মঙ্গলবার তাঁকে গৃহবন্দি করে পুলিশ। আপ-এর তরফে এও দাবি করা হয় যে দলের বিধায়কেরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তাঁদের মারধর করে বার করে দেওয়া হয়। বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেন, কেন্দ্রীয় সরকার দিল্লির স্টেডিয়ামগুলিকে জেল বানিয়ে সেখানে কৃষকদের রাখতে চেয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি হননি। তাই তাঁকে গৃহবন্দি করা হয়েছে।

অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনের রাস্তায় আপ কর্মীদের নিয়ে মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি দশা থেকে মুক্তি দেওয়া হোক বলেও আওয়াজ তোলেন মণীশ সিসোদিয়া।

পুলিশের তরফে অবশ্য এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ পাল্টা ট্যুইট করে দাবি করে কেজরিওয়াল যে কোনও জায়গায় নিশ্চিন্তে যেতে পারেন। তাঁকে গৃহবন্দি করা হয়নি। আর তা মুখ্যমন্ত্রীর বাসভবনের দরজা দেখলেই বোঝা যাচ্ছে।

একথা ট্যুইট করার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির মূল ফটকের ছবিও পোস্ট করে পুলিশ। যেখানে দেখা গেছে বাড়ির সামনেটা ফাঁকা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *