Sports

তিরন্দাজিতে জোড়া সোনা পেল ভারত

একেই বলে অর্জুনের লক্ষ্যভেদ। অব্যর্থ লক্ষ্যভেদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতলেন মুসকান কিরার। ১৭ বছরের মুসকান মধ্যপ্রদেশের জব্বলপুরের কেন্দ্রীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। পড়াশোনার ফাঁকে তিরন্দাজি ছিল তাঁর ধ্যানজ্ঞান। আর কথায় বলে অধ্যবসায় থাকলে সাফল্য তো আসবেই। ফলে জাতীয় স্তরে দারুণ ফল করার পর ব্যাংককে এশিয়া কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুসকান।

ফাইনালে তিনি মুখোমুখি হন মালয়েশিয়ার মহিলা তিরন্দাজ জাকারিয়া নাদিরার। ১৩৯-১৩৬ পয়েন্টের ব্যবধানে জাকারিয়াকে হারিয়ে সোনা যেতেন আত্মবিশ্বাসী মুসকান। তবে তিনি একা নন। এশিয়া কাপে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেন আরেক মহিলা ‘অর্জুন’ প্রমীলা দৈমারি। ৭-৩ পয়েন্টের ব্যবধানে রাশিয়ার এর্দিনিয়েভা নাতালিয়াকে হারিয়ে তিরন্দাজিতে স্বর্ণপদক জেতেন অসমের মেয়ে প্রমীলা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button