SciTech

পৃথিবীর সবচেয়ে পুরনো বরফের খোঁজ শুরু, মিলতে পারে অজানা তথ্য

পৃথিবীর আদিমতম বরফ কোথায় রয়েছে? তারই খোঁজ শুরু করলেন গবেষকেরা। কারণ এই বরফের খোঁজ পেলে অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে নিমেষে।

পৃথিবীতে সবই কোনও না কোনও দিন সৃষ্টি হয়েছিল। তারপর থেকে বহমান। বরফও সেই তালিকায় পড়ে। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই বরফ ছড়িয়ে আছে। পাহাড়ের চুড়ো থেকে সুমেরু বা কুমেরু অঞ্চলে রয়েছে বরফের মোটা চাঁই।

অ্যান্টার্কটিকা জুড়ে শ্বেতশুভ্র বরফ মাইলের পর মাইল এলাকা জুড়ে ছড়িয়ে আছে। জলের ওপরও ভেসে বেড়ায় বরফের পাহাড়। এই বরফের গলে যাওয়া নিয়ে ক্রমশ বিজ্ঞানীরা আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ বরফ যদি আরও গতিতে গলতে থাকে তাহলে পৃথিবী আর কতদিন তা নিয়ে প্রশ্ন থাকছে।

বরফ গলে যেমন পৃথিবীর ধ্বংসের ইঙ্গিত দিচ্ছে, তেমনই বরফ তৈরির সময় যে বরফ প্রথম সৃষ্টি হয়েছিল তার খোঁজ মিললে মিলতে পারে পৃথিবীর আবহাওয়ার বিবর্তনের অজানা তথ্য। এবার সেই কাজই শুরু হল।

মার্কিন যুক্তরাষ্ট্রের অরিগন স্টেট ইউনিভার্সিটির নেতৃত্বে ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের একদল গবেষক তাই এবার সেই আদি বরফের খোঁজে নামছেন।


অ্যান্টার্কটিকা জুড়ে এই খোঁজ চলবে। বিপুল বরফের থেকে গবেষকরা খুঁজে নেবেন সেই আদি বরফকে যা কোটি কোটি বছর আগে তৈরি হয়েছিল।

এই আদি বরফের খোঁজ মিললে জানা যাবে পৃথিবীর আবহাওয়া পরিবর্তন পদ্ধতি। যা থেকে এখন সবচেয়ে বেশি চর্চিত বিষয় আবহাওয়ার পরিবর্তন ও তার প্রভাব সম্বন্ধে অনেক কিছু পরিস্কার হয়ে যাবে।

যা হয়তো বর্তমানে আবহাওয়ার পরিবর্তনে লাগাম টেনে বিশ্বকে বাঁচানোর যে প্রচেষ্টা শুরু হয়েছে সেই লড়াইতে এক বড় ভূমিকা নেবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button