গলে গেল হিমবাহ, ৬৫ বছর পর প্রকৃতি ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া যুবককে
তাঁকে অনেক খোঁজা হয়েছিল সে সময়। সময় এগিয়েছে। তাঁর খোঁজও হয়েছে। কিন্তু তাঁকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে তাঁর খোঁজ মিলল ৬৫ বছর পর।

সময়টা ১৯৫৯। সে সময় অ্যান্টার্কটিকায় কোনও কাজে গিয়েছিলেন তিনি। তখন তিনি তরতাজা যুবক। ২৫ বছর বয়স। ঠিক কি কাজে যে গিয়েছিলেন তা এখন পরিস্কার নয়। তবে কুমেরু অভিযানে যাওয়া ওই যুবক বরফের স্তূপে কাজ করার সময় কোনও কারণে পা হড়কান। পড়ে যান বরফের ফাটলে।
ফাটলে ঢুকে যাওয়ার পর তাঁর আর কোনও খোঁজ ছিলনা। তিনি যে কোথায় তা অনেক খুঁজেও পাওয়া যায়নি। সেই ঘটনার পর বহু অ্যান্টার্কটিকা অভিযান হয়েছে বিভিন্ন দেশ থেকে। তাঁর দেশ ব্রিটেনও অগুন্তি অভিযান করেছে। বহু দল হাজির হয়েছে কুমেরুতে।
নানা পরীক্ষা করেছে। সেই সঙ্গে ডেনিস বেল নামে ওই যুবককে খোঁজার চেষ্টাও চালিয়েছে। কিন্তু কুমেরুর অনন্ত বরফের কোথায় যে তিনি হারিয়ে গেলেন তার খোঁজ গত ৬৫ বছরেও মেলেনি।
মানুষ তাঁর খোঁজ না পেলেও প্রকৃতি অবশেষে তাঁকে ফিরিয়ে দিল। হালে অ্যান্টার্কটিকায় একটি হিমবাহ গলতে শুরু করে। সেই হিমবাহ গলার পর পোল্যান্ডের একটি অভিযাত্রী দল ডেনিস বেলের নিথর দেহটি দেখতে পায়। যার পাশে পড়ে ছিল একটি রেডিও, একটি হাতঘড়ি ও একটি পাইপ।
দেহটি উদ্ধার করা হয়। ৬৫ বছর পর যে ডেনিস বেলকে আদৌ খুঁজে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি অনেকে। কিন্তু হিমবাহ গলে গিয়ে হিমবাহের তলা থেকে বেরিয়ে এল তাঁর দেহ। এত বছর পর প্রকৃতিই ফিরিয়ে দিল সেদিনের সেই হারিয়ে যাওয়া যুবককে।