Entertainment

অনিল কাপুর হয়ে গেলেন অনু কাপুর, ঝামেলায় জড়ালেন দাদা

পারিশ্রমিক হিসাবে তাঁর হাতে মোটা টাকার চেক তুলে দিয়েছিল যশ চোপড়ার সংস্থা। কিন্তু সেই চেক বনি কাপুরের হাতে তুলে দিয়ে হয় অনু কাপুরকে। কি হয়েছিল ঘটনাটা।

অনু কাপুরকে প্রায় সকলেই চেনেন। তাঁর অভিনয় সর্বদাই মানুষকে মুগ্ধ করে। সেই অনু কাপুর আজও ভুলতে পারেননি একটা মোটা টাকার চেক হাতে এলেও তা বিনা বাক্যব্যয়ে অনিল কাপুরের দাদার হাতে তুলে দিতে হয় তাঁকে।

একটি শোয়ে হাজির হয়ে সেই গল্প সকলের সঙ্গে ভাগ করে নিলেন এই প্রথমসারির অভিনেতা। সে সময় মশাল নামে একটি সিনেমা হয়েছিল। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নায়ক ছিলেন অনিল কাপুর।

সেই সিনেমায় অনিল কাপুরের সঙ্গে অন্য অভিনেতাদের সঙ্গে ছিলেন অনু কাপুরও। অল্প অভিনয়। যার পারিশ্রমিক বাবদ তাঁর পাওয়ার কথা ছিল ৪ হাজার টাকা।

সেই টাকা নিতে অনু যশ চোপড়ার অফিসে হাজির হন। অফিসের কর্মচারিরা তাঁর হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন। অনু কাপুর জানান, সেই বিশাল অঙ্কের টাকা দেখে তো তিনি মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানান। তারপর ফিরে আসেন বাড়িতে।

এদিকে তারপর যশ চোপড়ার অফিসে হাজির হন বনি কাপুর। অনিল কাপুরের দাদা বনি সেদিন গিয়েছিলেন অনিল কাপুরের হয়ে চেকটি সংগ্রহ করতে। গিয়ে জানতে পারেন অনিল কাপুর নাকি ওই চেক আগেই সংগ্রহ করে নিয়ে গেছেন।

বনি কাপুর যশ চোপড়ার সংস্থার কর্মচারিদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। অবশেষে তিনি এটা প্রমাণ করতে সক্ষম হন যে তাঁর ভাই কোনও চেক সংগ্রহ করেননি। এরপর সব খতিয়ে দেখে জানা যায় অনিল কাপুরের চেক অনু কাপুরের নামে ইস্যু হয়ে গেছে।

বনি কাপুর সোজা গিয়ে হাজির হন অনু কাপুরের কাছে। তাঁকে চেকটা ফেরত দিতে বলেন। জানান ওটা তাঁর ভাই মশালের হিরো অনিল কাপুরের চেক। অনুর নয়।

সেদিন বিনা বাক্যব্যয়ে চেকটা ফেরত দিয়ে দিয়েছিলেন অনু কাপুর। মোটা টাকার চেকের দুঃখ আজও ভুলতে পারেননি এই বর্ষীয়ান বলিউড অভিনেতা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *