National

ফের অনশনে বসলেন আন্না হাজারে

লোকপালের দাবিতে আন্না হাজারের অনশন গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সে সময়ে আন্নার পাশে দাঁড়ানো অরবিন্দ কেজরিওয়াল এখন দিল্লির মুখ্যমন্ত্রী। পাশে দাঁড়ানো কিরণ বেদী এখন পুদুচেরির লেফটান্যান্ট গভর্নর। মহারাষ্ট্রের রালেগান সিদ্ধি গ্রামের বাসিন্দা আন্না হাজারের লোকপালের দাবি বেকায়দায় ফেলে দেন ইউপিএ সরকারকেও। সেই ৮১ বছর বয়স্ক আন্না হাজারের ফের বসলেন অনশনে। লোকপাল ও লোকায়ুক্ত নিয়ে সরকারের কথা দেওয়ার পরও তা না হওয়ার প্রতিবাদেই এই অনশন।

অনশন শুরুর আগে আন্না হাজারে দেশের জাতীয় পতাকা নিয়ে গ্রাম প্রদক্ষিণ করেন। সঙ্গে ছিলেন তাঁর সমর্থকেরা। পরে জাতীয় পতাকা উত্তোলন মহাত্মা গান্ধীর মৃত্যু দিবসে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে করে অনশনে বসেন আন্না। যদিও অনশনে বসার কথা ৩ দিন আগেই জানিয়েছিলেন আন্না হাজারে। তিনি মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দিয়েই জানিয়েছিলেন যদি তারা রাজ্যে লোকাযুক্ত চালু না করে তবে তিনি অনশনে বসবেন। সেইমত এদিন অনশনে বসলেন আন্না।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *