
সরোদ সম্রাট উস্তাদ আমজাদ আলি খানের ভিসার আবেদন নাকচ করল ইংল্যান্ড। শুক্রবার ট্যুইট করে একথা জানান শিল্পী স্বয়ং। এই ঘটনায় তিনি মর্মাহত এবং হতবাক বলে জানিয়েছেন বছর ৭০-এর এই প্রথিতযশা শিল্পী। সামনের মাসে লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে তাঁর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতেই ভিসার জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই ভিসা এদিন নাকচ হওয়ার পর ট্যুইটে আমজাদ আলি খান জানান, যেসব শিল্পী শান্তি ও ভালবাসার বার্তা ছড়িয়ে দিতে চান তাঁদের জন্য এই ঘটনা দুঃখজনক। বিষয়টি তিনি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূতকে জানিয়েছেন।