বিএসসিতে কত পেয়েছিলেন, কেন নিয়েছিলেন সায়েন্স, অকপটে বললেন অমিতাভ
সাধারণত কেউ তাঁর পরীক্ষায় পাওয়া নম্বর খোলসা করতে চান না। খারাপ হলে তো নয়ই। কিন্তু অমিতাভ বচ্চন অকপটে তাঁর বিএসসি পরীক্ষার রেজাল্ট বলে দিলেন। বললেন আরও কথা।
পরীক্ষার নম্বর অনেকেই বলতে চান না। কিন্তু তা বলতে এতটুকু দ্বিধা করলেন না কিংবদন্তি সুপারস্টার অমিতাভ বচ্চন। তিনি মাঝে মাঝেই নিজের অনেক ব্যক্তিগত কথা সকলের সঙ্গে ভাগ করে নেন। এবার কেবিসি ১৬-তে বসে তিনি ফের তাঁর জীবনের এমন এক কথা জানালেন যা তেমন কারও জানা নেই।
অমিতাভ বচ্চন দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মল কলেজ থেকে বিএসসি পরীক্ষা পাস করেন। ৮০ পার করা এই কিংবদন্তি অভিনেতা বললেন, তাঁর বিজ্ঞানে নম্বর ভাল ছিল বলে তিনি সায়েন্স নিয়েছিলেন।
কিন্তু কলেজে সায়েন্স নিয়ে স্নাতক পাঠক্রম চালু হওয়ার পর প্রথম ক্লাসেই তিনি বুঝে যান তিনি ভুল করে ফেলেছেন। ৪৫ মিনিটের সেই লেকচার তাঁকে পরিস্কার করে দেয় যে তাঁর সায়েন্স নেওয়া কত বড় ভুল।
অমিতাভ বচ্চন বিএসসি পাস করেন ৪২ শতাংশ নম্বর পেয়ে। তিনি সেকথা খোলাখুলিই জানান। সেই সঙ্গে মজা করে বলেন, তিনি বিএসসি করে ফেলেন এটা না জেনেই যে বিএসসি আসলে জিনিসটা কি!
এতটাই অকপটে নিজের কথা নির্দ্বিধায় সকলের সঙ্গে ভাগ করে নেন অমিতাভ বচ্চন। যা কার্যত তাঁর খোলা মনেরই পরিচায়ক।
ভারতীয় সিনেমার সর্বকালের অন্যতম সেরা অভিনেতাদের তালিকায় থাকা অমিতাভ বচ্চন এখনও অভিনয় করে চলেছেন। তাঁর সাম্প্রতিক সিনেমা কল্কি ২৮৯৮ এডি-র জন্য দর্শকদের প্রভূত তারিফ পেয়েছেন বলিউডের বিগ বি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা