Entertainment

তারপর থেকে পকেটে হাত ঢুকিয়ে রাখেন তিনি, সেই গল্প বললেন অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন নিজের জীবনের কথা সকলের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন। তিনি একটি ঘটনার পর থেকে সবসময় কেন হাত পকেটে ঢুকিয়ে নেন বললেন সে কাহিনি।

কোন প্রাণি তার শিকার ধরার জন্য জিভের ব্যবহার করে। এ প্রশ্ন করা হয়েছিল কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে। যার উত্তর ছিল ব্যাঙ। এই উত্তরের হাত ধরে অমিতাভ তাঁর জীবনের একটি কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নেন। যে ঘটনার পর থেকে তিনি তাঁর হাত পকেটে ঢুকিয়ে নেন।

তখন অমিতাভ ছোট। থাকেন এলাহাবাদে। এলাহাবাদে তখন গরমের সময় খুব গরম পড়ত। এখনও তাই। সকালে তো গরম হতই, এমনকি রাতেও গরমে ঘরে শোওয়া যেত না।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তাই অমিতাভের পরিবারের সকলে বাইরের উঠোনে বিছানা পেতে শুয়ে পড়তেন। খোলা আকাশের নিচেই শুতে হত গরম থেকে বাঁচতে।

অমিতাভ বচ্চন বলেন, সেদিন রাতেও উঠোনে ঘুমচ্ছিলেন তিনি। তখন কম বয়স। হাতটা কখন যেন ঘুমের ঘোরে বিছানা থেকে বেরিয়ে গিয়েছিল। সেই সময় আচমকা অমিতাভ অনুভব করেন একটি ব্যাঙ তাঁর হাতটিকে খাবার মনে করে তার জিব বার করেছে।

ব্যাঙের সেই জিভ বার করে তাঁর হাতের ওপর চলে আসার ঘটনা অমিতাভকে এতটাই প্রভাবিত করে যে তারপর থেকে তিনি আরও সজাগ থাকতেন। আর কখনও হাত পকেট থেকে বার করতেননা।

অমিতাভ বচ্চনের এই অজানা কাহিনি সকলেই শোনেন। নিজের জীবনের এমন নানা কাহিনি কিন্তু কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানে বলতে থাকেন অমিতাভ বচ্চন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *